Connect with us
ক্রিকেট

নোয়াখালীর টানা ৩ হার

হারের বৃত্তে আটকা খালেদ মাহমুদ

KHALED MAHMUD
নোয়াখালীর অনুশীলনে খালেদ মাহমুদ। ছবি: সংগৃহীত

দীর্ঘ সময় ধরে বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে রয়েছেন খালেদ মাহমুদ সুজন। এক সময়ে জাতীয় দলের হয়ে মাঠ মাতানো সুজন অবসর নিলেও নিজেকে যুক্ত রেখেছেন ক্রিকেটের সঙ্গে। খেলোয়াড়ি জীবনের ইতি টানার পর কোচিংয়ে যোগ দেন সাবেক এই ক্রিকেটার। কোচ হিসেবে ঘরোয়া ক্রিকেটে তার সাফল্য থাকলেও বিপিএলের মতো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাচ্ছেন।

এখন পর্যন্ত বিপিএলে একাধিক ফ্র্যাঞ্চাইজির সঙ্গে কাজ করেছেন সুজন। হেড কোচ হিসেবে ২০১৬ সালে চ্যাম্পিয়ন হওয়ারও স্বাদ পেয়েছেন তিনি। তবে এর পর থেকেই আর শিরোপা ছুঁতে পারেননি। এমনকি এই সময়ে টানা হারের রেকর্ডও গড়েছেন তিনি।

২০২৪ সালে সুজনের কোচিংয়ে খেলেছিল দুর্দান্ত ঢাকা। সেবার জয় দিয়ে আসর শুরু করলেও পরের ১১ ম্যাচে টানা হারে দলটি। এর পরের আসরে ঢাকা ক্যাপিটালসের প্রধান কোচের দায়িত্ব নেন সুজন। ক্যাপিটালস সেই আসরের প্রথম ৬ ম্যাচে টানা হারে।



সবমিলিয়ে বিপিএলে টানা ১৭ ম্যাচে জয়হীন ছিলেন সুজন, যা বিপিএলে কোনো কোচের টানা হারের রেকর্ড। হারের সেই বৃত্ত ভেঙে গত আসরে ৩ ম্যাচ জিতেছিল তার দল ঢাকা। গত আসরে দলের ব্যর্থতায় নতুন মৌসুমে সুজনের সঙ্গে চুক্তি করেনি ঢাকা। ফলে এবার নোয়াখালী এক্সপ্রেসের দায়িত্ব নেন সুজন।

তবে দল বদলালেও দুর্ভাগ্য পিছু ছাড়েনি সুজনের, এবার সুজনের কোচিংয়ে খেলা নোয়াখালী এখনও পর্যন্ত ৩ ম্যাচ খেলে সবকটিতেই হেরেছে। ফলে দলের পারফরম্যান্সের পাশাপাশি কাঠগড়ায় কোচ সুজনের পারফরম্যান্সও।সর্বশেষ তিন আসরে সুজন কোচিং করিয়েছেন যথাক্রমে দুর্দান্ত ঢাকা, ঢাকা ক্যাপিটালস ও নোয়াখালী এক্সপ্রেসে। এই তিন দলের সর্বশেষ ২৬ ম্যাচে ৩ জয়ের বিপরীতে হার ২৩টি।

ক্রিফোস্পোর্টস/৩০ডিসেম্বর২৫/এআই

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট