Connect with us
ফুটবল

দুই ম্যাচ পর জয়ে ফিরল হামজার লেস্টার সিটি

Leicester City
হামজার লেস্টার সিটি। ছবি: সংগৃহীত

দুই ম্যাচের হতাশা কাটিয়ে অবশেষে জয়ের মুখ দেখল হামজা চৌধুরীর লেস্টার সিটি। আগের দুই ম্যাচে জয় বিহীন থাকা লেস্টার সিটি দারুণভাবে ঘুরে দাড়িয়েছে ডার্বির বিপক্ষে। ইএফএল চ্যাম্পিয়নশিপে ডার্বি কাউন্টির বিপক্ষে ঘরের মাঠে ২–১ গোলের জয় তুলে নিয়েছে দলটি।

সোমবার রাতে কিং পাওয়ার স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরুর একাদশেই ছিলেন বাংলাদেশের ফুটবল তারকা হামজা চৌধুরী। কিন্তু পুরো ৯০ মিনিট তিনি খেলতে পারেননি। মাঝমাঠে দায়িত্ব সামলে মোট ৫০ মিনিট মাঠে ছিলেন তিনি। প্রথমার্ধে খেললেও দ্বিতীয়ার্ধে দলের কৌশলগত কারণে তাঁকে তুলে নেন কোচ, তার পরিবর্তে মাঠে নামান হয় তারই আরেক সতীর্থ রিকার্ডো ডোমিঙ্গোসকে।

এদিকে, ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল লেস্টার সিটি। ষষ্ঠ মিনিটেই ববি ডে করডোভার গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। তবে সেই লিড বেশি সময় ধরে রাখতে পারেনি তারা। তিন মিনিটের ব্যবধানে পাল্টা গোল করে সমতায় ফেরে ডার্বি কাউন্টি। প্রথমার্ধ শেষ হওয়ার আগে আবারও গোল দিয়ে এগিয়ে যায় লেস্টার। জর্ডান জেমসের গোলে ২–১ ব্যবধানে লিড নিয়ে বিরতিতে যায় হামজার দল।



দ্বিতীয়ার্ধে কোনো গোল করতে পারেনি লেস্টার সিটি। কিন্তু গোল করতে না পারলেও ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখে লেস্টার সিটি। রক্ষণ বিভাগে যথেষ্ট শৃঙ্খলা বজায় রেখে আর মাঝমাঠে চাপ ধরে রেখে শেষ পর্যন্ত জয় নিশ্চিত করে তারা।

এই জয়ে কিছুটা স্বস্তি পেলেও পয়েন্ট টেবিলে খুব বেশি এগোতে পারেনি লেস্টার সিটি। ২৪ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে তারা আছে পয়েন্ট টেবিলের ১২ নম্বরে। সমান সংখ্যক ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে ডার্বি কাউন্টির অবস্থান ১৪তম। অন্যদিকে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে কোভেন্ট্রি, তাদের সংগ্রহ ৫১ পয়েন্ট।

দুই ম্যাচ পর পাওয়া এই জয় লেস্টারের জন্য আত্মবিশ্বাস ফেরানোর সুযোগ হয়ে দেখছে। সামনে ধারাবাহিকতা ধরে রাখতে পারলেই টেবিলে উপরের দিকে ওঠার সম্ভাবনা তৈরি হবে হামজা চৌধুরীদের সামনে।

ক্রিফোস্পোর্টস/৩০ডিসেম্বর২৫/টিএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল