Connect with us
অন্যান্য

খালেদা জিয়ার মৃত্যুতে বিসিবি ও বাফুফের শোক প্রকাশ

BCB, BFF, Zia
বিসিবি ও বাফুফের শোক প্রকাশ। ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মারা গেছেন। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তার মৃত্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) গভীর শোক প্রকাশ করেছেন।

বিসিবি এক শোকবার্তায় জানিয়েছে,  ‘বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তিনি প্রধানমন্ত্রী হিসেবে দেশের ক্রিকেটের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর শাসনামলে অবকাঠামোগত উন্নয়ন ও দেশজুড়ে ক্রিকেটের প্রসারে তিনি যে অবদান রেখেছেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড কৃতজ্ঞতার সঙ্গে তা স্মরণ করছে।’

বিসিবি আরও জানিয়েছে, ‘আজ বাংলাদেশের ক্রিকেট যে অবস্থানে পৌঁছেছে, তার পেছনে বেগম খালেদা জিয়ার দূরদৃষ্টি ও পৃষ্ঠপোষকতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তার উৎসাহ ও সমর্থন এই পথচলাকে সহজ করেছে। তাঁর মৃত্যুতে ক্রিকেট অঙ্গনে এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি হয়েছে। বিসিবি গভীর শোক প্রকাশ করছে এবং তার বিদেহী আত্মার শান্তি কামনা করছে।’



অন্যদিকে, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনও। খালেদা জিয়ার স্মরণে ফেসবুকে কালো কাভার ফটো ব্যবহার করেছে তারা।

এছাড়াও বেগম জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল খান।

এক ফেসবুক পোস্টে তামিম লেখেন, “ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাঁর প্রয়াণে দেশ হারাল এক দৃঢ় নেতৃত্বের প্রতীককে। মহান আল্লাহ তাঁর রূহের মাগফিরাত দান করুন ও জান্নাতুল ফেরদৌস নসিব করুন।”

এদিকে, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সম্মানার্থে বিপিএলের আজকের দুটি ম্যাচ স্থগিত করা হয়েছে। সিলেটে ক্রিকেট স্টেডিয়ামে আজ দুপুরে চট্টগ্রাম ও সিলেটের ম্যাচ হওয়ার কথা ছিল, অন্যদিকে সন্ধ্যায় ঢাকা বনাম রংপুরের ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু দুটি ম্যাচই স্থগিত ঘোষণা করা হয়েছে। ম্যাচ স্থগিত হওয়ায় পরবর্তীতে নতুন সূচী জানিয়ে দেওয়া হবে।

ক্রিফোস্পোর্টস/৩০ডিসেম্বর২৫/টিএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in অন্যান্য