বৈশ্বিক ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টগুলোতে খুব একটা দেখা যায় না বাংলাদেশী ক্রিকেটারদের। তবে এ বছর বেশ কয়েকটি ফ্রাঞ্চাইজি লিগে খেলেছেন বাংলাদেশের ক্রিকেটাররা। চলতি মাসে আইএল টি-টোয়েন্টিতে খেলেছেন তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, সাইফ হাসানরা। বিগ ব্যাশে খেলছেন রিশাদ হোসেন।
আইএল টি-টোয়েন্টি লিগ ছেড়ে বিপিএল খেলতে দেশে চলে এসেছেন মুস্তাফিজ-তাসকিন, আর জাতীয় দলের খেলা থাকায় আগেই চলে এসেছেন সাইফ হাসান। তবে বিপিএলে না খেলে বিগ ব্যাশে খেলার অনুমতি পেয়েছেন রিশাদ।
আজ সিলেটে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিদেশি লিগে খেলা নিয়ে তাসকিন বলেন, ‘আসলে ভালোর তো শেষ নেই। যা হয়েছে আলহামদুলিল্লাহ। আমি প্রথমবারের মতো আইএলটি-২০ খেললাম। আমরা তিনজন বাংলাদেশি ছিলাম। আবার রিশাদও বিগ ব্যাশ খেলছে। এটা আমাদের জন্য একটা ভালো অভিজ্ঞতা হচ্ছে।’
আইএল টি-টোয়েন্টিতে মুস্তাফিজের দুর্দান্ত ফর্ম এবং রিশাদের ধারাবাহিক উন্নতিকে ভবিষ্যতের জন্য ইতিবাচক হিসেবে দেখেন তাসকিন। মুস্তাফিজ-রিশাদদের ভালো পারফরম্যান্স ভবিষ্যতে কাজে লাগবে উল্লেখ করে তাসকিন বলেন , ‘মুস্তাফিজ মাশাআল্লাহ অনেক ভালো করেছে, আমি মোটামুটি ভালো করেছি, রিশাদও ভালো করছে। এটা অবশ্যই ভবিষ্যতে কাজে লাগবে।’
ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টগুলোতে খেলে ক্রিকেটাররা যে অভিজ্ঞতা অর্জন করে তা আন্তর্জাতিক ক্রিকেটে তাদের আরো পরিণত করে তুলবে উল্লেখ করে তাসকিন বলেন, ‘কালচার, পেশাদারিত্ব সবকিছু অনেক সুন্দর ছিল ওখানে (আইএল টি-টোয়েন্টি)। এই জিনিসগুলো থেকে যতটুকু শিক্ষা গ্রহণ করেছি কাজে লাগবে।’
তাসকিন আরো বলেন, ‘আমি নিশ্চিত যে মুস্তাফিজ, রিশাদ যা শিখলো, আমি যা শিখলাম সেটা ভবিষ্যতে আমাদের বাংলাদেশ দলে প্রভাব ফেলবে। কিছুটা হলেও, ৫% হলেও উন্নতি হবে।’
ক্রিফোস্পোর্টস/২৯ডিসেম্বর২৫/এআই
