বিগ ব্যাশে খরুচে বোলিংয়ের দিনে ২ উইকেট শিকার করেছেন বাংলাদেশী তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেন। একটু খরুচে থাকলেও যথাসময়ে উইকেট নিয়ে প্রতিপক্ষের ছন্দে ছেদ ঘটিয়েছেন রিশাদ।
বিগ ব্যাশে প্রথমবার খেলতে যাওয়া রিশাদ এখন পর্যন্ত ৫ ম্যাচে মাঠে নেমেছেন, প্রথম ম্যাচ বাদে সবকটি ম্যাচেই উইকেটের দেখা পেয়েছেন এই তরুণ লেগ স্পিনার। এখন পর্যন্ত পাঁচ ম্যাচ খেলে রিশাদের সংগ্রহ ৮ উইকেট।
মেলবোর্ন রেনেগের্ডেসের বিপক্ষে আজ ৪ ওভারে ৩৪ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন রিশাদ। মোহাম্মদ রিজওয়ান ও জ্যাক ফ্রেজার ম্যাক-গুর্ককে আউট করেছেন ২৩ বছর বয়সী লেগ স্পিনার।
হবার্টের হয়ে আজ রিশাদ প্রথমবার বোলিংয়ে আসেন দলের পঞ্চম ওভারে। নিজের প্রথম ওভারে ৮ রান খরচ করেন তিনি। নিজের দ্বিতীয় ওভারে এসে তুলে নেন রিজওয়ানের উইকেট। ওভারের তৃতীয় বলে রিশাদকে চার মারার পরের বলেই রিভার্স সুইপ খেলতে গিয়ে ক্যাচ তুলেন এই পাকিস্তানি উইকেটরক্ষক ব্যাটার।
নিজের তৃতীয় ওভারে বেশ খরুচে ছিলেন রিশাদ। অবশ্য ওই ওভারে একটি উইকেটও নেন হারিকেন্সের বোলার। প্রথম বলেই উইকেট পেতে পারতেন রিশাদ। তবে বাউন্ডারি লাইনে নিখিল চৌধুরির হাত ফঁসকে সেটা হয়ে যায় ছক্কা। ওভারের দ্বিতীয় বলে দুই আর তৃতীয় বলে সিঙ্গেল আসে। চতুর্থ বলে ছক্কা হাঁকায় ম্যাক-গুর্ক। তবে রিজওয়ানকে ফেরানোর মতোই শোধ তুলতে দেরী করেননি রিশাদ। বাউন্ডারি মারার পরের বলেই ক্যাচ তুলে আউট হন গুর্কও।
দলীয় ১৪তম ওভারে নিজের শেষ ওভার করতে আসেন রিশাদ। শেষ ওভারে একটি বাউন্ডারি হজম করলেও তার করা চারটি ডেলিভারি থেকে রান তুলতে পারেনি প্রতিপক্ষ দলের ব্যাটার।
ক্রিফোস্পোর্টস/২৯ডিসেম্বর২৫/এআই
