Connect with us
ক্রিকেট

সাধারণ পরিকল্পনায় রংপুরের জয়ের নায়ক ফাহিম আশরাফ

FAHIM ASHRAF
ম্যাচসেরার পুরষ্কার গ্রহণকালে ফাহিম আশরাফ। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম রয়্যালসকে ৭ উইকেটে হারিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসর। বোলিং তোপে বিধ্বস্ত হওয়া চট্টগ্রামের দেওয়া ১০৩ রানের লক্ষ্য সহজেই পেরিয়ে গেছে নুরুল হাসান সোহানের দল।

ম্যাচে টস জিতে চট্টগ্রামকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় রংপুর। ব্যাটিংয়ের শুরুতেই রোসিংটন বিদায় নিলেও দুর্দান্ত করেছিলেন এবারের আসরে নিলামে সবচেয়ে বেশি দাম পাওয়া বাঁহাতি ওপেনার নাঈম শেখ।

তবে মুস্তাফিজের বলে বোল্ড হয়ে নাঈমের ফেরার পর আর ঘিরে দাড়াতে পারেনি চট্টগ্রাম। রংপুর রাইডার্স এর পেসারদের বোলিং তোপে টিকতেই পারেননি চট্টগ্রামের ব্যাটাররা। শেষে আবু হায়দারের ১৩ রানে ভর করে ১৭.৫ ওভারে ১০২ রানে অলআউট হয় চট্টগ্রাম।



রংপুরের হয়ে ৫ উইকেট নেন পাকিস্তানি পেস অলরাউন্ডার ফাহিম আশরাফ। ৩.৫ ওভারে ১৭ রান দিয়ে ৫ উইকেট নিয়ে একাই চট্টগ্রামমে গুঁড়িয়ে দেন এই পাকিস্তানি অলরাউন্ডার। এছাড়াও মুস্তাফিজ ২টি ও নাহিদ, আলিস, সুফিয়ানরা ১টি করে উইকেট শিকার করেন।

১০৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দারুণ শুরু পায় রংপুর, মালান ও লিটনের ব্যাটে ওপেনিং জুটিতে আসে ৯১ রান। ৩১ বলে ৪৭ করে লিটন ফিরলে ক্রিজে আসেন তাওহীদ হৃদয়। তবে আসরের প্রথম ম্যাচে নিজেকে মেলে ধরতে পারেননি হৃদয়, ফিরেছেন ১ রানে।

তবে ব্যক্তিগত অর্ধশতক তুলে নিয়েছেন মালান। ৫১ করে মালেনের বিদায়ের পর বাকী কাজ সম্পূর্ণ করেন মাহমুদুল্লাহ রিয়াদ ও পাকিস্তানি অলরাউন্ডার খুশদিল শাহ। চট্টগ্রামের হয়ে দুই উইকেট নিয়েছেন মুকিদুল ইসলাম, অন্যটি মাহমুদুল হাসান জয়ের দখলে।

ম্যাচ সেরা হয়েছেন প্রথম ইনিংসে একাই চট্টগ্রামে গুড়িয়ে দেওয়া পাকিস্তানি পেস অলরাউন্ডার ফাহিম আশরাফ।

ম্যাচ সেরার পুরস্কার গ্রহণ করে পাকিস্তানি এই অলরাউন্ডার বলেন, সিম্পল পরিকল্পনা করেই তিনি পেয়েছেন সাফল্য।

তিনি বলেন, ‘আমাদের খুবই সিম্পল পরিকল্পনা ছিল; কন্ডিশনটা বুঝে, সেই অনুযায়ী বোলিং করো। আমরা ঠিক সেটাই করেছি। আমার বোলিংয়ে সবসময় সিম্পল প্ল্যানিং রাখি। আমার হাতে যা কিছু আছে, আমি সেগুলো করার চেষ্টা করি। এই তো।’

দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে রাজশাহী ওয়ারিয়র্সের মুখোমুখি হবে ধুঁকতে থাকা নোয়াখালী এক্সপ্রেস।

ক্রিফোস্পোর্টস/২৯ডিসেম্বর২৫/এআই

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট