সিলেট পর্বের মাঝেই স্কোয়াডে পরিবর্তন আনল রাজশাহী ওয়ারিয়র্স। পাকিস্তানের ওপেনার শাহিবজাদা ফারহান জাতীয় দলের ব্যস্ততায় টুর্নামেন্ট এর মাঝপথে ছাড়তে যাচ্ছেন। মূলত এই বাস্তবতা মাথায় রেখেই নতুন বিদেশি ওপেনার দলে ভেড়াল ফ্র্যাঞ্চাইজিটি। সরাসরি চুক্তিতে সংযুক্ত আরব আমিরাতের মারকুটে ব্যাটার মোহাম্মদ ওয়াসিমকে অন্তর্ভুক্ত করেছে রাজশাহী।
বিপিএলে জয় দিয়ে শুরু করলেও দ্বিতীয় ম্যাচে হারের মুখ দেখেছে রাজশাহী। সামনে সিলেটে আরও দুটি ম্যাচ রয়েছে তাদের। এই পর্ব শেষেই পাকিস্তানের হয়ে খেলতে দেশে ফিরবেন ফারহান। ফলে ওপেনিং কম্বিনেশন ধরে রাখতে আগেভাগেই বিকল্প পরিকল্পনায় গেছে দলটি।
৩১ বছর বয়সী মোহাম্মদ ওয়াসিম আন্তর্জাতিক টি–টোয়েন্টি সার্কিটে পরিচিত নাম। আগ্রাসী ব্যাটিংই তাঁর বড় পরিচয়। ক্যারিয়ারে ১৩০টি টি–টোয়েন্টি ম্যাচ খেলে করেছেন ৪ হাজার ১৪০ রান। স্ট্রাইকরেট প্রায় ১৪৯, যা তাঁকে সংক্ষিপ্ত সংস্করণের জন্য আদর্শ ব্যাটার হিসেবে তুলে ধরে। তিনটি সেঞ্চুরির পাশাপাশি ২৯টি হাফ সেঞ্চুরিও রয়েছে তাঁর ঝুলিতে।
বর্তমানে আইএলটি–টোয়েন্টিতে ব্যস্ত ওয়াসিম। সাকিব আল হাসানের সঙ্গে এমআই এমিরেটসের হয়ে খেলছেন তিনি। চলতি আসরে ১০ ম্যাচে তাঁর সংগ্রহ ২৯৩ রান, স্ট্রাইকরেট প্রায় ১৩২। এমআই এমিরেটস ইতোমধ্যে প্রথম কোয়ালিফায়ার নিশ্চিত করেছে। আগামী ৪ জানুয়ারি টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা। দল শিরোপার লড়াইয়ে এগোলে, এরপরই রাজশাহীতে যোগ দেওয়ার কথা রয়েছে ওয়াসিমের।
ফারহানের বিদায়ের শূন্যতা পূরণে ওয়াসিমকে গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে দেখছে রাজশাহী শিবির। অভিজ্ঞতা ও পাওয়ার হিটিংয়ের সমন্বয়ে ওপেনিংয়ে প্রভাব রাখবেন এমন প্রত্যাশাই ফ্র্যাঞ্চাইজিটির।
উল্লেখ্য, বাংলাদেশ প্রিমিয়ার লিগের মাঝপথেই দল ছাড়তে হচ্ছে সাতজন পাকিস্তানি ক্রিকেটারকে। শ্রীলঙ্কা সফরের জন্য পাকিস্তান টি–টোয়েন্টি দল ঘোষণা করায় বিপিএলে খেলা এই ক্রিকেটারদের নিজ নিজ ফ্র্যাঞ্চাইজিকে ছাড়তে নির্দেশ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ফলে শ্রীলঙ্কার বিপক্ষে ঘোষিত দলে আছেন রাজশাহী ওয়ারিয়র্সের ওপেনার সাহিবজাদা ফারহান। তাকেও চলে যেতে হবে। ফলে এর বিকল্প হিসেবেই তারা ওয়াসিমকে নিয়েছে।
ক্রিফোস্পোর্টস/২৯ডিসেম্বর২৫/টিএ
