Connect with us
ফুটবল

টিকটকের সঙ্গে বাফুফের চুক্তি সম্পন্ন

Tiktok and BFF
টিকটকের সাথে বাফুফের চুক্তি। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ফুটবলের ডিজিটাল উপস্থিতি আরও বৃদ্ধি করতে জনপ্রিয় শর্ট-ভিডিও প্ল্যাটফর্ম টিকটকের সঙ্গে এক বছরের চুক্তি করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। টিকটককে অফিশিয়াল ডিজিটাল এন্টারটেইনমেন্ট পার্টনার হিসেবে যুক্ত করার বিষয়টি আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে দেশের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

বাফুফের পক্ষ থেকে জানানো হয়েছে, এই চুক্তি তাদের ডিজিটাল রূপান্তর পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ ধাপ। এর মাধ্যমে ফুটবলের সঙ্গে সমর্থকদের সংযোগ আরও গভীর হবে এবং কনটেন্ট ক্রিয়েটররাও জাতীয় ফুটবল ইকোসিস্টেমের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ পাবেন। অনেকদিন ধরেই তারা ব্যতিক্রমী চিন্তাভাবনা করছিলেন যেন ফুটবলকে আরও বিস্তৃত পরিসরে ছড়িয়ে দেওয়া যায়। তারই ধারাবাহিকতায় টিকটকের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে বাফুফে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বাফুফে উল্লেখ করেছে, বাংলাদেশে ফুটবল বরাবরই আবেগের খেলা, জনপ্রিয় খেলা। পুরুষ, নারী ও যুব ফুটবলে দর্শক ও সমর্থকদের আগ্রহ ধারাবাহিকভাবে বাড়ছে। বর্তমান সময়ে তরুণ প্রজন্ম মোবাইলভিত্তিক শর্ট-ফর্ম ভিডিও কনটেন্টের মাধ্যমে খেলাধুলা উপভোগ করায়, এই পার্টনারশীপ বাফুফেকে আরও বড় ও বৈচিত্র্যময় দর্শকের কাছে পৌঁছাতে সহায়তা করবে।



চুক্তির আওতায় আগামী ১২ মাস টিকটক বাফুফের প্রধান ডিজিটাল এন্টারটেইনমেন্ট প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। এই সময়ে ম্যাচের হাইলাইটস, খেলোয়াড়দের ব্যক্তিগত গল্প, অনুশীলনের দৃশ্য, সমর্থকদের প্রতিক্রিয়া এবং বাফুফের বিভিন্ন কার্যক্রম নিয়ে এক্সক্লুসিভ কনটেন্ট প্রকাশ করা হবে। পাশাপাশি বছরজুড়ে একটি ‘অলওয়েজ-অন’ কনটেন্ট কৌশল বাস্তবায়ন করা হবে, যেখানে থাকবে কনটেন্ট ক্রিয়েটরদের অংশগ্রহণে হ্যাশট্যাগ চ্যালেঞ্জ ও গুরুত্বপূর্ণ ম্যাচ-ডে অ্যাক্টিভেশন।

বাফুফের সহসভাপতি ফাহাদ করিম এই চুক্তিকে সময়োপযোগী পদক্ষেপ হিসেবে দেখছেন। তিনি বলেন, সমর্থকদের সঙ্গে দেশের ফুটবলের সম্পর্ক আরও দৃঢ় ও শক্তিশালী করাই বাফুফের মূল লক্ষ্য। টিকটকের সঙ্গে এই পার্টনারশীপ ৯০ মিনিটের ম্যাচের বাইরেও আবেগ, গল্প ও রোমাঞ্চ ভাগ করে নেওয়ার সুযোগ তৈরি করবে। তাঁর মতে, এটি বাংলাদেশের ফুটবল সংস্কৃতি ও সম্পৃক্ততা বৃদ্ধির পথে একটি গুরুত্বপূর্ণ সংযোজন হতে চলেছে।

ক্রিফোস্পোর্টস/২৮ডিসেম্বর২৫/টিএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল