Connect with us
ক্রিকেট

ম্যাচ প্রেডিকশন— ৬

বিপিএল ২০২৬ : রাজশাহী বনাম নোয়াখালী, এগিয়ে যারা

Rajshahi Warriors vs Noakhali Express
আত্মবিশ্বাসী রাজশাহী, জয়ের খোঁজে নোয়াখালী। ছবি- সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০২৫–২৬-এর ষষ্ঠ ম্যাচে সোমবার (২৯ ডিসেম্বর) রাজশাহী ওয়ারিয়র্স ও নোয়াখালী এক্সপ্রেস মুখোমুখি হবে। ম্যাচটি অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। টুর্নামেন্টের এই পর্যায়ে এসে দুদলের অবস্থান একেবারেই ভিন্ন; একদিকে আত্মবিশ্বাসী রাজশাহী, অন্যদিকে জয়ের খোঁজে থাকা নোয়াখালী।

রাজশাহী ওয়ারিয়র্স-এর আত্মবিশ্বাস ও পারফরম্যান্স

টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেই শক্ত বার্তা দিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। অধিনায়ক নাজমুল হোসেন শান্তর দুর্দান্ত সেঞ্চুরিতে (১০১ রান) ভর করে দলটি সিলেট টাইটান্সকে হারিয়ে দারুণ সূচনা করে।



দ্বিতীয় ম্যাচে ব্যাটিংয়ে ধস নামলেও (২০ ওভারে ১৩২/৮), বোলারদের দৃঢ়তায় শেষ পর্যন্ত ম্যাচটি জমিয়ে তোলে রাজশাহী। যদিও পাঁচ উইকেটে হেরে যান শান্তরা, তবে পারফরম্যান্সে ঘাটতি ছিল না।

Rajshahi Warriors

মুশফিকুর রহিমের অভিজ্ঞতা, শান্তর নেতৃত্ব, মোহাম্মদ নওয়াজ ও সন্দীপ লামিচানের অলরাউন্ড পারফরম্যান্স; সব মিলিয়ে রাজশাহী একটি ভারসাম্যপূর্ণ ইউনিট হিসেবে এই আসরের শুরুতে নিজেদের প্রতিষ্ঠিত করেছে।

নোয়াখালী এক্সপ্রেস-এর প্রত্যাবর্তনের চেষ্টা

অপরদিকে, বিপিএলের নবীন দল নোয়াখালী এক্সপ্রেস এখনো টুর্নামেন্টে জয়ের দেখা পায়নি। প্রথম ম্যাচে ১৭৫ রান তাড়া করতে নেমে মাত্র ১০৯ রানেই গুটিয়ে যায় দলটি, যা তাদের ব্যাটিং দুর্বলতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়।

Noakhali Express

দ্বিতীয় ম্যাচে অবশ্য ভিন্ন চিত্র দেখা যায়। লড়াকু মানসিকতায় শেষ বল পর্যন্ত ম্যাচ টেনে নেয় নোয়াখালী, তবে শেষ পর্যন্ত সিলেট টাইটান্সের কাছে হেরে যায়। টানা দুই হারের পর এই ম্যাচটি নোয়াখালীর জন্য ‘ডু অর ডাই’ বললেও ভুল হবে না।

এক নজরে সূচি (ম্যাচ-৬)

তারিখ দল সময় ভেন্যু
২৯ ডিসেম্বর রাজশাহী ওয়ারিয়র্স বনাম নোয়াখালী এক্সপ্রেস সন্ধ্যা ৫টা ৩০ মিনিট সিলেট

এই ভেন্যুতে দিনের দ্বিতীয় ম্যাচ হবে এটি। এই পিচে শুরুতে ব্যাটিং কিছুটা কঠিন হতে পারে। এছাড়া স্পিনাররা বাড়তি সহায়তা পেতে পারেন। দ্বিতীয় ইনিংসে শিশির থাকায় বোলারদের নিয়ন্ত্রণও কঠিন হতে পারে। টস জিতে প্রথমে ব্যাটিং নেওয়াই নিরাপদ সিদ্ধান্ত হতে পারে।

Rajshahi Warriors (1)

মুখোমুখি পরিসংখ্যান

বিপিএলের ইতিহাসে এখনো পর্যন্ত রাজশাহী ওয়ারিয়র্স ও নোয়াখালী এক্সপ্রেস একে অপরের মুখোমুখি হয়নি। ফলে এটি হতে যাচ্ছে দুই দলের প্রথম সাক্ষাৎ।

সম্ভাব্য একাদশ

রাজশাহী ওয়ারিয়র্স
সাহিবজাদা ফারহান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটকিপার), ইয়াসির আলী, মোহাম্মদ নওয়াজ, তানজিম হাসান সাকিব, এসএম মেহরোব, আবদুল গাফফার সাকলাইন, বিনুরা ফার্নান্দো, সন্দীপ লামিচানে

নোয়াখালী এক্সপ্রেস
মাজ সাদাকাত, হাবিবুর রহমান সোহান, সাব্বির হোসেন, শাইকাত আলী (অধিনায়ক), জাকের আলী (উইকেটকিপার), হায়দার আলী, মাহিদুল ইসলাম অংকন, হাসান মাহমুদ, মেহেদী হাসান রানা, জাহির খান, রেজাউর রহমান রাজা।

Noakhali Express (1)

সম্ভাব্য সেরা পারফরমার

সম্ভাব্য সেরা ব্যাটার

নোয়াখালী এক্সপ্রেসের মাজ সাদাকাত এই ম্যাচে সম্ভাব্য সেরা ব্যাটার। যদিও টি-টোয়েন্টি নয়, তবে প্রেসিডেন্টস কাপ গ্রেড–১-এ দুর্দান্ত ছন্দে ছিলেন মাজ সাদাকাত। ৭ ম্যাচে ৩৭৪ রান, স্ট্রাইক রেট ১৪৪.৪০। আক্রমণাত্মক বাঁহাতি এই ব্যাটার শুরুটা ভালো পেলে একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন।

সম্ভাব্য সেরা বোলার

রাজশাহী ওয়ারিয়রর্সের সন্দীপ লামিচানে এই ম্যাচে সম্ভাব্য সেরা বোলার। নেপাল প্রিমিয়ার লিগে সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন সন্দীপ। কিছুটা খরুচে হলেও উইকেট নেওয়ার দক্ষতা অসাধারণ। সিলেটের স্পিন সহায়ক পিচে বড় ভূমিকা রাখতে পারেন

ম্যাচ প্রেডিকশন : কারা এগিয়ে?

দুই দলের সাম্প্রতিক ফর্ম, আত্মবিশ্বাস ও স্কোয়াডের গভীরতা বিচার করলে; রাজশাহীর টপ অর্ডার বেশি স্থিতিশীল। অভিজ্ঞ মিডল অর্ডার (শান্ত–মুশফিক), স্পিন আক্রমণে লামিচানে ও নওয়াজের উপস্থিতি। সব দিক বিবেচনায় রাজশাহী ওয়ারিয়র্স স্পষ্টভাবে এগিয়ে। তবে নোয়াখালী যদি শুরুটা ভালো পায়, তাহলে ম্যাচ জমে উঠতে পারে।

ক্রিফোস্পোর্টস/২৮ডিসেম্বর২৫/এসএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট