বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০২৫–২৬-এর পঞ্চম ম্যাচে মুখোমুখি হতে হচ্ছে রংপুর রাইডার্স ও চট্টগ্রাম রয়্যালস। ম্যাচটি মাঠে গড়াবে সোমবার (২৯ ডিসেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। টুর্নামেন্টের শুরুতেই দুদলের এই লড়াই নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে।
ম্যাচ ঘিরে রংপুরের শক্তি ও প্রস্তুতি
রংপুর রাইডার্স সর্বশেষ খেলেছে ২০২৫ সালের গ্লোবাল সুপার লিগে, যেখানে তারা ফাইনালে উঠলেও শিরোপা জিততে পারেনি। তবে সেই অভিজ্ঞতাকে পুঁজি করে এবার বিপিএলে তারা এসেছে বেশ ভারসাম্যপূর্ণ ও শক্তিশালী স্কোয়াড নিয়ে।
দলে রয়েছেন— লিটন দাস, ডেভিড মালান, কাইল মেয়ার্স, মাহমুদউল্লাহ, মুস্তাফিজুর রহমানের মতো তারকা ক্রিকেটাররা। ব্যাটিং ও বোলিং- দুই বিভাগেই রংপুরের শক্তি চোখে পড়ার মতো। বিশেষ করে মুস্তাফিজের ডেথ ওভারের বোলিং এবং মালান–লিটনের টপ অর্ডার রংপুরকে বাড়তি সুবিধা দিচ্ছে।
চট্টগ্রামের আত্মবিশ্বাসী শুরু
অন্যদিকে, চট্টগ্রাম রয়্যালস টুর্নামেন্টের প্রথম ম্যাচেই শক্ত বার্তা দিয়েছে। নোয়াখালী এক্সপ্রেসকে ৬৫ রানের বড় ব্যবধানে হারিয়ে দারুণ সূচনা করেছে দলটি।
সে ম্যাচে- সুশৃঙ্খল বোলিং পারফরম্যান্স, মির্জা তাহির বেগের ধৈর্যশীল ৮০ রানের ইনিংস চট্টগ্রামের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। অধিনায়ক মেহেদী হাসানও অলরাউন্ড পারফরম্যান্সে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।
এক নজরে সূচি (ম্যাচ-৫)
| তারিখ | দল | সময় | ভেন্যু |
| ২৯ ডিসেম্বর | রংপুর রাইডার্স বনাম চট্টগ্রাম রয়্যালস | দুপুর ১২টা ৩০ মিনিট | সিলেট |
এদিকে চলতি বিপিএলে সিলেটের ভেন্যুতে এখন পর্যন্ত চারটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে তিনটিতেই জয় পেয়েছে পরে ব্যাট করা দল। এছাড়া শুরুতে পেসাররা কিছু সহায়তা পান। ম্যাচ যত এগোয়, ব্যাটিং তত সহজ হয়। তাই যে দলই টস জিতবে প্রথমে ফিল্ডিং নিতে পারে।
মুখোমুখি পরিসংখ্যান
টি-টোয়েন্টি ক্রিকেটে এটি হবে রংপুর রাইডার্স ও চট্টগ্রাম রয়্যালসের প্রথম মুখোমুখি লড়াই।
সম্ভাব্য একাদশ রংপুর রাইডার্স
নুরুল হাসান (অধিনায়ক ও উইকেটকিপার), লিটন দাস, ডেভিড মালান, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ, কাইল মেয়ার্স, ফাহিম আশরাফ, মেহেদী হাসান সোহাগ, মুস্তাফিজুর রহমান, নাঈম হাসান, নাহিদ রানা
সম্ভাব্য একাদশ চট্টগ্রাম রয়্যালস
মোহাম্মদ নাঈম, মাহমুদুল হাসান জয়, মাহফিজুল ইসলাম, মির্জা তাহির বেগ, মেহেদী হাসান (অধিনায়ক), মসুদ গুরবাজ (উইকেটকিপার), জিয়াউর রহমান, তানভীর ইসলাম, আবু হায়দার রনি, শরিফুল ইসলাম, মুকিদুল ইসলাম
সম্ভাব্য সেরা পারফরমার
সম্ভাব্য সেরা ব্যাটার
চট্টগ্রাম রয়্যালসের মেহেদী হাসান ম্যাচে সম্ভাব্য সেরা ব্যাটার। প্রথম ম্যাচে মিডল অর্ডারে ভালো ফর্মে ছিলেন অধিনায়ক মেহেদী। অলরাউন্ডার হিসেবে ব্যাট ও বল- দুই বিভাগেই পারফর্ম করার সামর্থ্য আছে তার। টি-টোয়েন্টিতে স্ট্রাইক রেট ১২২।
সম্ভাব্য সেরা বোলার
রংপুর রাইডার্সের মুস্তাফিজুর রহমান সম্ভাব্য সেরা বোলার হিসেবে মাঠে নামবেন। আইএলটি২০-তে দুর্দান্ত পারফরম্যান্সের পর বিপিএলে ফিরেছেন মুস্তাফিজ। আট ম্যাচে ১৫ উইকেট, ইকোনমি ৮.০৮। সিলেটের পিচে তার কাটার হতে পারে বড় অস্ত্র।
ম্যাচ প্রেডিকশন : কে এগিয়ে?
দুই দলের সাম্প্রতিক ফর্ম ও স্কোয়াড বিবেচনায় ম্যাচটি হাড্ডাহাড্ডি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে; রংপুরের ব্যাটিং দৃঢ়তা ও মুস্তাফিজ–নাহিদ রানার বোলিং জুটি ও অভিজ্ঞতার ভারসাম্য— সব মিলিয়ে রংপুর রাইডার্স সামান্য এগিয়ে থাকবে বলে ধারণা করা যায়।
তবে চট্টগ্রাম রয়্যালসও চমক দেখাতে পারে, যদি তারা টস জিতে সুবিধাজনক সিদ্ধান্ত নিতে পারে।
ক্রিফোস্পোর্টস/২৮ডিসেম্বর২৫/এসএ



