Connect with us
ক্রিকেট

রংপুরের হয়ে বিপিএল কাঁপাতে সিলেটে মুস্তাফিজ

Mustafizur
সিলেটে দলের সাথে যোগ দিলেন মুস্তাফিজ। ছবি: সংগৃহীত

অনেক জল্পনা-কল্পনা শেষে অবশেষে মাঠে গড়াচ্ছে বিপিএলের দ্বাদশ আসর। গত ২৬ ডিসেম্বর সিলেট পর্ব দিয়ে শুরু হয়েছে বিপিএলের এবারের আসর। তবে এখনো পর্যন্ত ম্যাচ খেলেনি রংপুর রাইডার্স। জাতীয় দলের তারকা পেসার মুস্তাফিজুর রহমান সরাসরি চুক্তিতে রংপুর রাইডার্সে নাম লেখিয়েছে। আগামীকাল চট্টগ্রামের বিপক্ষে ম্যাচ দিয়ে রংপুর শুরু করবে বিপিএলের এবারের যাত্রা। সবকিছু ঠিকঠাক থাকলে আগামীকাল রংপুরের হয়ে মাঠে দেখা যাবে মুস্তাফিজুর রহমানকে।

বিপিএল এর নিয়ম অনুযায়ী প্রত্যেকটি দল দুজন করে দেশি ক্রিকেটারকে সরাসরি সাইনিং করাতে পারবে। তারই ধারাবাহিকতাই রংপুর রাইডার্স নুরুল হাসান সোহান ও মুস্তাফিজুর রহমানকে সরাসরি যুক্তিতে দলে ভেড়ায়। মুস্তাফিজকে পেয়ে রংপুরের শক্তি আগের চেয়ে দ্বিগুণ বেড়েছে। ফ্র‍্যাঞ্চাইজি কর্তৃপক্ষও তাকে দলে পেয়ে অত্যন্ত খুশি।

সম্প্রতি মুস্তাফিজুর রহমান আইএল টি টোয়েন্টি খেলে এসেছেন। যেখানে তিনি ঈর্ষনীয় পারফরম্যান্স করেছেন। পুরো টুর্নামেন্ট জুড়েই মুস্তাফিজ দুর্দান্ত বল করে গেছেন। ৮ ম্যাচে মোট উইকেট সংগ্রহ করেছেন ১৫ টি, ইকোনমি ৮.০৮। ম্যান অব দ্য ম্যাচও হয়েছেন একদিন। সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় তিনি পৌঁছে গিয়েছিলেন দুই নাম্বারে।। কিন্তু গত ২৫ ডিসেম্বর দেশে ফিরেছেন তিনি। মুস্তাফিজ ছাড়াও আইএল টি-টোয়েন্টি মাতিয়ে দেশে ফিরেছেন আরেক পেসার তাসকিন আহমেদ। মূলত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দেওয়া অনাপত্তিপত্রের (এনওসি) মেয়াদ শেষ হওয়ায় ২৩ ডিসেম্বরের পর আর টুর্নামেন্টে থাকার সুযোগ ছিল না তাদের। বিপিএল এর কারণে নির্ধারিত সময়েই দেশে ফিরছেন এই দুই তারকা।



দেশে ফিরে দুইদিনের ছুটিতে গ্রামে চলে যান মুস্তাফিজ। সেখান থেকে ছুটি কাটিয়ে আজ সরাসরি সিলেটে দলের সাথে যোগ দেন তিনি।

নানান অনিশ্চয়তা আর শঙ্কার মধ্য দিয়ে আয়োজিত হচ্ছে এবারের বিপিএল। গেল বিপিএল ক্রিকেটারদের পেমেন্ট ইস্যু নিয়ে নানান বিতর্কের মধ্য দিয়ে আয়োজিত হয়েছিল। তাই এবার এসব ইস্যু নিয়ে বাড়তি সতর্ক ছিল বিপিএল কর্তৃপক্ষ। তবুও শেষ পর্যন্ত বিতর্ক এড়াতে পারেনি। বিপিএল শুরুর মাত্র একদিন আগে চট্টগ্রাম মালিকপক্ষ মালিকানা ছেড়ে দেয় যা পরবর্তীতে বিসিবি নিজের কাঁধে তুলে নেয়।

ক্রিফোস্পোর্টস/২৮ডিসেম্বর২৫/টিএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট