মাঠে লিওনেল মেসির আর কিছু প্রমাণ করার নেই- তবুও তিনি ছুটে চলেছেন। মার্কিন ফুটবল ক্লাব ইন্টার মায়ামির হয়ে ধারাবাহিক পারফরম্যান্স, মাঠের বাইরের প্রভাব ও বৈশ্বিক ব্র্যান্ড হিসেবে নিজের অবস্থান ধরে রেখে ২০২৫ সালেও তিনি ছিলেন ক্রীড়াঙ্গনের আলোচিত নাম।
যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত ম্যাগাজিন ফোর্বসের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির মোট আয় দাঁড়িয়েছে ১৩ কোটি মার্কিন ডলার। এতে তিনি হয়েছেন বছরের দ্বিতীয় সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত ফুটবলার। তালিকার শীর্ষে আছেন পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো— তার আয় ছিল প্রায় ২৮ কোটি ডলার।
মেসির এই আয় এসেছে দুটি উৎস থেকে; মাঠের পারিশ্রমিক ও মাঠের বাইরের বাণিজ্যিক চুক্তি। ইন্টার মায়ামির সঙ্গে চুক্তি, লিগ ও পারফরম্যান্স বোনাসের পাশাপাশি অ্যাডিডাস, অ্যাপল, পেপসিসহ একাধিক বৈশ্বিক ব্র্যান্ডের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি তার আয়ের বড় অংশ জুড়ে রয়েছে। ৩৭ বছর বয়সেও মেসি বিশ্ব ফুটবলের অন্যতম শক্তিশালী ব্র্যান্ড, তা এই পরিসংখ্যানেই স্পষ্ট।
২০২৫ সালের ফুটবল তারকাদের আয় তালিকা
২০২৫ সালে ফুটবল বিশ্বের শীর্ষ আয়ের তালিকায় মেসির পাশাপাশি আরও যেসব তারকা জায়গা করে নিয়েছেন—
| ফুটবলারের নাম | আয় |
| করিম বেনজেমা | ১০৪ মিলিয়ন ডলার |
| কিলিয়ান এমবাপে | ৯৫ মিলিয়ন ডলার |
| এরলিং হালান্ড | ৮০ মিলিয়ন ডলার |
| ভিনিসিয়ুস জুনিয়র | ৬০ মিলিয়ন ডলার |
| মোহাম্মদ সালাহ | ৫৫ মিলিয়ন ডলার |
| সাদিও মানে | ৫৪ মিলিয়ন ডলার |
| জুড বেলিংহ্যাম | ৪৪ মিলিয়ন ডলার |
| লামিনে ইয়ামাল | ৪৩ মিলিয়ন ডলার |
লিওনেল মেসি এখন আর শুধু একজন ফুটবলার নন, তিনি একটি পূর্ণাঙ্গ বৈশ্বিক প্রতিষ্ঠান। মাঠে তার প্রভাব যেমন অটুট, তেমনি অর্থনৈতিক ও বাণিজ্যিক দুনিয়াতেও তিনি শীর্ষ সারির একজন। ১৩ কোটি ডলারের আয় প্রমাণ করে, বয়স কিংবা লিগ পরিবর্তন করলেও মেসির প্রভাব, গ্রহণযোগ্যতা ও বাজারমূল্য একটুও কমেনি।
ক্রিফোস্পোর্টস/২৮ডিসেম্বর২৫/এনজি

