Connect with us
অন্যান্য

ঢাকা ক্যাপিটালসের সহকারী

প্রয়াত কোচ জাকির মাগফিরাত কামনায় ঢাকার দোয়া মাহফিল

Doa Mahfil
ঢাকা ক্যাপিটালসের আয়োজনে দোয়া মাহফিল। ছবি: সংগৃহীত

সদ্য প্রয়াত দলের সহকারী কোচ মাহবুব আলী জ্যাকির আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেছে ঢাকা ক্যাপিটালস। গতকাল রাতে (শনিবার) দলের হোটেলে আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন খেলোয়াড়, দলীয় কর্মকর্তা ও ফ্র্যাঞ্চাইজির মালিকরা।

দোয়া মাহফিলে সবাই মাহবুব আলী জাকির হঠাৎ মৃত্যুর খবরে শোক প্রকাশ করেন এবং ক্রিকেটের প্রতি তাঁর নিষ্ঠা ও অবদানের কথা স্মরণ করেন। তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি পরিবার-পরিজনের জন্যও প্রার্থনা করা হয়।

এর আগে গতকাল রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে ম্যাচ দিয়ে বিপিএলের মিশন শুরু করে ঢাকা ক্যাপিটালস। তবে মাঠের লড়াই শুরুর আগেই দলটির জন্য নেমে আসে গভীর শোকের খবর।



ম্যাচের আগে নিয়মিত প্রস্তুতির অংশ হিসেবে ক্রিকেটারদের গা গরম করাচ্ছিলেন ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকি। অনুশীলন চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। মুহূর্তের মধ্যেই মাটিতে লুটিয়ে পড়েন তিনি। ঢাকা ক্যাপিটালস সূত্র জানায়, তিনি হার্ট অ্যাটাকে আক্রান্ত হন।

ঘটনার পরপরই মাঠে উপস্থিত মেডিকেল টিম তাকে সিপিআর দেয়। দ্রুত অ্যাম্বুলেন্সে করে সিলেটের আল হারামাইন হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করা হয়। তবে শেষ রক্ষা হয়নি। জানা গেছে, হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।

বিপিএল শুরুর আগে মাত্র দুই দিন আগেই গণমাধ্যমের সঙ্গে কথা বলেছিলেন মাহবুব আলী জাকি। আজ ঢাকার প্রথম ম্যাচের আগে এমন মর্মান্তিক ঘটনায় স্তব্ধ হয়ে যায় পুরো দল। তার মৃত্যুর খবরে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শোকের আবহ ছড়িয়ে পড়ে।

জ্যাকি ছিলেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সাবেক কোচ এবং ঘরোয়া ক্রিকেটে দীর্ঘদিন ধরে কোচিংয়ের সঙ্গে জড়িত। তাঁর এই অকালপ্রয়াণে গভীর শোক নেমে এসেছে পুরো ক্রিকেট অঙ্গনে।

তার মৃত্যুতে বাংলাদেশের ক্রিকেটাঙ্গন স্তব্ধ হয়ে যায়। অকাল মৃত্যুতে জাতীয় দলের সাবেক ও বর্তমান অনেক ক্রিকেটারই গভীর শোক প্রকাশ করেন এবং তার মাগফিরাত কামনায় সকলের নিকট দোয়া প্রার্থনা করেন।

ক্রিফোস্পোর্টস/২৮ডিসেম্বর২৫/টিএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in অন্যান্য