Connect with us
ক্রিকেট

মুস্তাফিজকে আইপিএলে খেলালে মাঠে ভাঙচুরের হুঁশিয়ারি

Mustafiz
মুস্তাফিজুর রহমান। ছবি: সংগৃহীত

আইপিএলের পরের আসরে একমাত্র বাংলাদেশি হিসেবে নাম লেখাচ্ছেন মুস্তাফিজুর রহমান। ৯ কোটি ২০ লাখ রুপিতে তাকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। আগামী মার্চের শেষ দিকে শুরু হয়ে প্রায় দুই মাস চলবে টুর্নামেন্টটি। তবে আসর শুরুর আগেই অস্বস্তিকর এক বিতর্কে জড়াল আইপিএল।

ভারতের মধ্যপ্রদেশের উজ্জয়িনীর কয়েকজন ধর্মীয় নেতা হুমকি দিয়েছেন, মুস্তাফিজকে মাঠে নামালে ভাঙচুর চালানো হবে। তাদের দাবি, সাম্প্রতিক সময়ে বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের ওপর সহিংসতার ঘটনার প্রেক্ষিতেই এই অবস্থান। সামাজিক যোগাযোগমাধ্যমে কলকাতা নাইট রাইডার্সকে বয়কটের আহ্বানও জানানো হয়েছে।

উজ্জয়িনীর রিনমুক্তেশ্বর মহাদেব মন্দিরের প্রধান উপাসক মহাবীর নাথ সংবাদমাধ্যম নিউজ ১৮-কে বলেন, বাংলাদেশি খেলোয়াড় খেললে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে। তার মতে, ‘বাংলাদেশি খেলোয়াড়কে নিয়ে ম্যাচ হতে দেবে না তপস্বী যোদ্ধারা। প্রয়োজনে তারা মাঠে ঢুকে ভাঙচুর করবে।’



এই বক্তব্য ঘিরে নতুন করে আলোচনায় এসেছে সাম্প্রতিক কয়েকটি সহিংস ঘটনার প্রসঙ্গ। গত ১৮ ডিসেম্বর ময়মনসিংহে দীপ চন্দ্র দাস নামে এক হিন্দু ধর্মাবলম্বী শ্রমিককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটে। অভিযোগ ওঠে ধর্ম অবমাননার, যদিও পরে সেই অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। এর কয়েক দিন পর ২৪ ডিসেম্বর রাজবাড়ীতে অমৃত মন্ডল নামে আরেক হিন্দু ধর্মাবলম্বীকে চাঁদাবাজির অভিযোগে পিটিয়ে হত্যা করা হয়।

এদিকে মুস্তাফিজ আইপিএলে পুরো মৌসুম খেলতে পারবেন কি না, তা নিয়েও অনিশ্চয়তা রয়েছে। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এ বিষয়ে বলেছেন, সিদ্ধান্তটি ক্রিকেট অপারেশন্স বিভাগ নেবে। আইপিএলের সময়সূচির সঙ্গে বাংলাদেশের আন্তর্জাতিক সিরিজের বিষয়টি বিবেচনায় রাখা হবে।

বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম জানিয়েছেন, আগামী এপ্রিলেই নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। সেই সিরিজ শেষে পরিস্থিতি বিবেচনা করেই আইপিএলে মুস্তাফিজের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।

এর আগেও মুস্তাফিজের আইপিএল দাম নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন ময়ূখ ঘোষ। কলকাতার প্রতি ময়ূখ প্রশ্ন রাখেন, “যারা আমাদের পতাকাকে অবমাননা করছে, তাদের দেশে কেন কোটি কোটি টাকা যাবে? পয়সা কি কলকাতার গাছে ফলে?”

সব মিলে এক দেশের প্রতি আরেক দেশের বিদ্বেষ ক্রমান্বয়ে মাঠের খেলাতেও বিতর্কিত পরিবেশ তৈরি করছে।

ক্রিফোস্পোর্টস/২৭ডিসেম্বর২৫/টিএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট