ইন্টারন্যাশনাল লিগ (আইএল) টি-টোয়েন্টির এবারের আসরের জন্য ২৩ ডিসেম্বর পর্যন্ত অনাপত্তিপত্র (এনওসি) পেয়েছিলেন মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ। তবে ২৪ তারিখ তাসকিনের শারজাহ ওয়ারিয়র্সের বিপক্ষে ম্যাচ খেলে পরের দিন দেশে ফেরেন তাসকিন ও মুস্তাফিজ।
বিপিএল খেলতে দল ত্যাগ করায় টুর্নামেন্টের মাঝপথে মুস্তাফিজের বদলি নিয়েছে তার দল দুবাই ক্যাপিটালস। বাংলাদেশি এই বাঁহাতি পেসারের বিকল্প হিসেবে তারা দলে ভিড়িয়েছে কানাডিয়ান পেসার কলিম সানাকে।
সানাকে দলে নেওয়ার খবর নিশ্চিত করেছে দুবাই। এক ফেসবুক পোস্টে তারা লিখেছে, ‘আসরের বাকি ম্যাচগুলোর জন্য মুস্তাফিজুর রহমানের বিকল্প হিসেবে দলে যোগ দিলেন আমাদের জিএসএল তারকা (গ্লোবাল সুপার লিগ) করিম সানা।’
আইএলটি-টোয়েন্টির এবারের আসরে দুর্দান্ত ছন্দে ছিলেন মুস্তাফিজ। দেশে আসার সময় আসরের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন মুস্তাফিজ। ৮ ম্যাচে ৮.০৮ ইকোনমিতে মুস্তাফিজের শিকার ১৫ উইকেট।
চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রংপুর রাইডার্সের হয়ে খেলবেন মুস্তাফিজ। নিলামের আগেই সরাসরি চুক্তিতে তাকে দলে ভিড়িয়েছে ফ্রাঞ্চাইজিটি।
তবে দেশে ফিরলেও এখনো মাঠে নামা হয়নি মুস্তাফিজের। আগামী সোমবার চট্টগ্রামের বিপক্ষে আসরে নিজেদের প্রথম ম্যাচ খেলবে রাইডার্সর, সেখানেই দেখা যেতে পারে এই কাটার মাস্টারকে।
ক্রিফোস্পোর্টস/২৭ডিসেম্বর২৫/এআই
