Connect with us
ক্রিকেট

প্রয়াত কোচকে ঢাকা ক্যাপিটালসের জয় উৎসর্গ

Mahbub Ali
প্রয়াত কোচ মাহবুব আলি জাকি। ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসরে নিজেদের প্রথম ম্যাচে দাপুটে জয় পেয়েছে ঢাকা ক্যাপিটালস। তবে জয়ের আনন্দের বদলে দলে পড়েছে শোকের ছায়া। ম্যাচ চলাকালেই মৃত্যুবরণ করেছেন দলের সহকারী কোচ মাহবুব আলি জাকি। তাই জয়টি প্রায়ত কোচকে উৎসর্গ করেছে ঢাকা।

আজ (শনিবার) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ইমাদ ওয়াসিমের বাঁহাতি স্পিনের জাদুর পর আব্দুল্লাহ আল মামুন ও সাব্বির রহমানের চমৎকার ব্যাটিংয়ে ৫ উইকেটের জয় পেয়েছে ঢাকা।

টস জিতে ফিল্ডিং নিয়ে রাজশাহীকে ১৩২ রানে আটকে দেয় ঢাকা। পরে ১৮.৫ ওভারে সেটি তাড়া করে ফেলে মোহাম্মদ মিঠুনের দল।



ম্যাচ শুরুর আগে দলকে অনুশীলন করানোর সময়ই অসুস্থ হয়ে মাঠে লুটিয়ে পড়েন জাকি। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়। এরপর ম্যাচ চলাকালেই আসে দেশের অভিজ্ঞ এই পেস বোলিং কোচের মৃত্যুর খবর। তাই দ্বিতীয় ইনিংস শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করেন দুই দলের ক্রিকেটার, ম্যাচ অফিসিয়াল ও মাঠে উপস্থিত বাকিরা।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণ মঞ্চে জাকির জন্য দোয়া করেন ঢাকার অধিনায়ক মিঠুন। তিনি বলেন, ‘ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের জন্য এটি অপূরণীয় ক্ষতি। কারণ তিনি আমাদেরকে সবসময় বাবার মতো করে দেখতেন। তাই, আমি মনে করি এটা আমাদের জন্য অনেক বড় ক্ষতি।’

প্রয়াত কোচকে আজকের জয় উৎসর্গ করে মিঠুন বলেন, ‘অবশ্যই প্রতিটি ম্যাচে আমরা যখন পরিকল্পনা সাজাই, আমরা জিততে চাই। বিশেষ করে এই জয়টি আমরা জাকি স্যারকে উৎসর্গ করতে চাই। দোয়া করি, আল্লাহ্ তাকে জান্নাত নসিব করুন।’

ম্যাচের প্রথম ইনিংসে ৪ ওভারে মাত্র ১৬ রান খরচ করে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরার পুরস্কার জেতেন ইমাদ ওয়াসিম। পুরস্কার গ্রহণ করে প্রতিক্রিয়া জানানোর সময় নিজ থেকেই জাকির জন্য দোয়া করেন পাকিস্তানি স্পিনার।

ইমাদ ওয়াসিম বলেন, ‘প্রথমত ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি (জাকি) খুব ভালো মানুষ ছিলেন। আজকে চলে গেলেন। দোয়া করি, আল্লাহ্ তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন ও তার পরিবারকে এই শোক সইবার ধৈর্য দান করুন।’

ক্রিফোস্পোর্টস/২৭ডিসেম্বর২৫/এআই

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট