Connect with us
ক্রিকেট

মাহবুব আলির মৃত্যুতে মাশরাফি, মুস্তাফিজ, লিটনদের শোকবার্তা

MASH, LITTON AND MUSTAFIZ
লিটন, মাশরাফি ও মুস্তাফিজ। ছবি : সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসরে নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে ঢাকা ক্যাপিটালস। তবে ঢাকার ম্যাচ জয়ের আনন্দ ম্লান হয়ে গেছে দলটির সহকারী কোচ মাহবুব আলি জাকির মৃত্যুতে।

মাঠে নামার ঠিক আগ মূহূর্তে দুঃসংবাদ সঙ্গী হয়েছে ঢাকার। না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন দলটির সহকারী কোচ মাহবুব আলি জাকি। ম্যাচ শুরুর আগমুহূর্তে ক্রিকেটারদের নিয়ে গা গরম করছিলেন জাকি। অনুশীলন সেশন পরিচালনার সময় হটাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। সাথে সাথে হাসপাতালে নেওয়া হলেও তাকে আর বাঁচানো যায়নি। প্রাথমিকভাবে জানা যায়, হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে।

জাকির এমন মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দেশের ক্রীড়াঙ্গনে। তার মৃত্যুতে শোক জানিয়েছেন মাশরাফি, মুস্তাফিজ, লিটনসহ অনেকেই। মাহবুব আলির মৃত্যুতে শোক জানিয়ে বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক আবেগঘন বার্তা দিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, ‘জাকি ভাই, জীবনে আপনার সঙ্গে বোলিং নিয়ে কতবার কথা বলেছি তার কোনো হিসাব নেই। আজ আপনি আপনার প্রিয় সেই মাঠ থেকেই বিদায় নিলেন। ওপারে ভালো থাকবেন ভাই। মহান আল্লাহ আপনাকে জান্নাত নসিব করুন।’



প্রিয় কোচের মৃত্যুতে শোক জানিয়েন আইএল টি-টোয়েন্টিতে ব্যস্ত সময় পার করা মুস্তাফিজুর রহমান। শোকবার্তায় মুস্তাফিজ লিখেছেন, ‘পেসার হান্টের মাধ্যমে যখন আমি নির্বাচিত হই, তখন মাহবুব আলী জাকি স্যার ছিলেন আমার প্রথম পেস বোলিং কোচ। আমার ক্যারিয়ারে তিনি আমাকে অসংখ্যবার সাহায্য করেছেন। জাকি স্যারের মৃত্যুর খবর শুনে মন খারাপ হয়ে গেছে। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন।’

শোক জানিয়েছেন লিটন দাসও। এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘বিশ্বাস হচ্ছে না মাহবুব আলী জাকি স্যার আর নেই। আমার অনূর্ধ্ব-১৯ দিনগুলিতে তার কাছ থেকে শেখার সৌভাগ্য হয়েছিল। এই কঠিন সময়ে তার পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা।’

এছাড়াও শোক জানিয়েছেন সাকিব আল হাসান, শরিফুল ইসলামসহ ক্রিড়াজ্ঞনের অনেক তারকা ও ফ্রাঞ্চাইজি ক্লাবগুলো।

ক্রিফোস্পোর্টস/২৭ডিসেম্বর২৫/এআই

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট