Connect with us
ক্রিকেট

সাব্বির-মামুনের ব্যাটে ভর করে ঢাকার জয়

DHAKA CAPITALS
ঢাকা ক্যাপিটালস। ছবি: সংগৃহীত

দিনের শুরুটা ভালো যায়নি ঢাকা ক্যাপিটালসের, ম্যাচ শুরুর আগেই সহকারী কোচ মাহবুব আলি জাকির অসুস্থতার খবর পায় ঢাকা ক্যাপিটালস। ম্যাচ চলাকালে তারা পায় মৃত্যুর সংবাদ। তবে শোক কাটিয়ে মাঠে দাপুটে জয় পেয়েছে মোহাম্মদ মিথুনের দল।

টসে জিতে রাজশাহীকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় ঢাকা। ব্যাটিংয়ের শুরুটা ভালো হয়নি রাজশাহীর, প্রথম বলেই মিথুনের হাতে স্ট্যাম্পিং হয়ে ফেরেন পাকিস্তানি ওপেনার সাহিবজাদা ফারহান। ইনিংস বড় করতে পারেননি তানজিদ তামিমও, ফিরেছেন ১৫ বলে ২০ করে।

দুই ওপেনারের বিদায়ের পর রাব্বিকে নিয়ে ঘুরে দাড়ানোর চেষ্টা করেন গতকালের সেঞ্চুরিয়ান নাজমুল শান্ত। কিন্তু দলীয় ৬৯ ও ব্যক্তিগত ১৩ করে ফেরেন রাব্বি। রাব্বির বিদায়ের পর ইনিংস বড় করতে পারেননি শান্তও, ২৮ বলে ৩৭ করে ফেরেন রাজশাহীর এই অধিনায়ক।



সুবিধা করতে পারেননি মুশফিকও, ফিরেছেন ২৩ বলে ২৪ করে। শেষদিকে মোহাম্মদ নাওয়াজের ২৬ রানে ভর করে নির্ধারিত ২০ ওভার শেষে রাজশাহীর সংগ্রহ দাড়ায় ৮ উইকেটে ১৩২ রান।

ঢাকার হয়ে ৩ উইকেট শিকার করেছেন পাকিস্তানি অলরাউন্ডার ইমাদ ওয়াসিম, ২টি পেয়েছেন নাসির হোসাইন।

১৩৩ রানের লক্ষ্যে খেলতে নেমে ভালো শুরু পায়নি ঢাকাও। দলীয় ৫ রানে তানজিম সাকিবের বলে বোল্ড হয়ে ফেরেন সাইফ হাসান। এরপর আল-মামুনকে সঙ্গে নিয়ে জুটি গড়েন পাকিস্তানি ব্যাটার উসমান খান। দলীয় ৪২ রানে ১৮ করে ফেরেন উসমান।

উসমানের বিদায়ের পর সুবিধা করতে পারেননি ঢাকার অধিনায়ক মোহাম্মদ মিথুন,ফিরেছেন ১০ বলে ১২ করে। মিথুনের বিদায়ের পর ৩৯ বলে ৪৫ করে ফেরেন মামুন।

ব্যাটিংয়ে সুবিধা করতে পারেননি নাসির, করেছেন ২২ বলে ১৯। শেষদিকে শামিম হোসেনের ১৩ বলে ১৭ ও সাব্বির রহমানের ১০ বলে ২১ রানে ভর করে ৭ বল আর ৫  উইকেট হাতে রেখেই জয় পায় ঢাকা।

রাজশাহীর হয়ে ৩ উইকেট পেয়েছেন মোহাম্মদ নাওয়াজ, ১টি করে উইকেট তানজিম সাকিব ও সন্দীপ লামিচানের দখলে।

ম্যাচসেরা হয়েছেন পাকিস্তানি অলরাউন্ডার ইমাদ ওয়াসিম। দিনের পরের ম্যাচে সন্ধ্যা ৬টায় স্বাগতিক সিলেটের মুখোমুখি হবে প্রথমবারের মতো অংশ নিতে যাওয়া নোয়াখালী এক্সপ্রেস।

 

ক্রিফোস্পোর্টস/২৭ডিসেম্বর২৫/এআই

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট