Connect with us
ক্রিকেট

বিপিএলে ৩০ লাখে নতুন ট্রফি: কী থাকছে এতে

BPl Trophy
বিপিএল ট্রফি-২০২৬। ছবি: সংগৃহীত

সিলেটে পর্দা উঠেছে বিপিএলের দ্বাদশ আসরের। শুক্রবার দুপুরে বেলুন উড়িয়ে আনুষ্ঠানিক উদ্বোধন হলেও চোখে পড়েনি আসরের সবচেয়ে আকর্ষণ নতুন ট্রফি। মাঠে গড়াচ্ছে ম্যাচ, গ্যালারিতে দর্শক ভরপুর, কিন্তু ট্রফি কোথায় এই প্রশ্নই ঘুরেছে ক্রিকেটপাড়ায়।

বিসিবি সূত্রে জানা গেছে, বিপিএল শুরুর আগেই ট্রফি বাংলাদেশে এসেছিল। তবে সেটি পছন্দ হয়নি বিপিএল গভর্নিং কাউন্সিলের। নকশা ও মান নিয়ে আপত্তি ওঠায় শেষ পর্যন্ত সেটি বাতিল করা হয়। ফলে নতুন করে আবার ট্রফি বানানোর সিদ্ধান্ত নেয় বোর্ড।

বিসিবির সহ-সভাপতি সাখাওয়াত হোসেন জানিয়েছেন, আগের ট্রফিটি ছিল খুবই সাধারণ ধাঁচের। সে কারণেই নতুন কিছু করার চিন্তা এসেছে। তাঁর মতে, আগের ট্রফি গতানুগতিক ছিল, পরিবর্তন করে যে নতুন ট্রফিটি আনা হয়েছিল সেটিও প্রত্যাশা পূরণ করতে পারেনি। তাই আবার নতুন ট্রফির অর্ডার দেওয়া হয়েছে। বোর্ডের আশা, এবার দর্শক ও সংশ্লিষ্ট সবাইকে সন্তুষ্ট করবে এই ট্রফি।



নতুন ট্রফিটি তৈরি হচ্ছে দুবাইয়ে। হীরাখচিত এই ট্রফি বানাতে খরচ পড়ছে ২৫ হাজার মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যা সাড়ে ৩০ লাখ টাকারও বেশি। বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন জানিয়েছেন, ট্রফিটি ইতোমধ্যে অর্ডার করা হয়েছে। কিছুটা দেরি হলেও খুব শিগগিরই সেটি হাতে পাওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।

এবারের বিপিএলের জন্য দুটি ট্রফি তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। একটি দেওয়া হবে চ্যাম্পিয়ন দলের হাতে, অন্যটি সংরক্ষণ করা হবে বোর্ডের কাছে। বিসিবির মতে, একসঙ্গে দুটি ট্রফি বানালে খরচ তুলনামূলক কম পড়ে এবং ভবিষ্যতের জন্য একটি ট্রফি সংরক্ষিত থাকছে।

এদিকে গতকাল আনুষ্ঠানিকভাবে সিলেট পর্ব দিয়ে শুরু হয়েছে বিপিএলের এবারের আসর। টুর্নামেন্ট শুরু হলেও নতুন ট্রফির জন্য অপেক্ষা এখনো শেষ হয়নি। তবে বোর্ডের দাবি, বিপিএলের ইতিহাসে এবারই সবচেয়ে আকর্ষণীয় ট্রফি দেখবেন দর্শকরা। তবে সেই ট্রফি কবে প্রকাশ্যে আসে সেটাই এখন দেখার বিষয়।

ক্রিফোস্পোর্টস/২৭ডিসেম্বর২৫/টিএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট