আবেগঘন আয়োজনে পর্দা উঠেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ— বিপিএল এর ১২তম আসরের। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিক সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্সের মধ্যকার ম্যাচ দিয়ে মাঠে গড়ায় এবারের বিপিএল। উদ্বোধনের আগে সন্ত্রাসীদের গুলিতে শহীদ শরিফ ওসমান হাদির স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হওয়া আয়োজনে পবিত্র কোরআন তিলাওয়াতের পর শরিফ ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনায় বিশেষ শোক প্রকাশ করা হয়।
নীরবতা পালনের সময় জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিমকে মোনাজাতরত অবস্থায় দেখা যায়, যা মুহূর্তটিকে আরও আবেগঘন করে তোলে।
এরপর প্রায় ২৫ হাজার বেলুন উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
এ সময় স্টেডিয়ামজুড়ে মনোমুগ্ধকর ডে লাইট ফায়ারওয়ার্ক প্রদর্শন করা হয়, যা দর্শকদের বাড়তি উচ্ছ্বাস জোগায়।

উদ্বোধনী পর্ব শেষ হতেই মাঠে গড়ায় প্রথম ম্যাচের টস। টসে জিতে রাজশাহী ওয়ারিয়র্সের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত স্বাগতিক সিলেট টাইটান্সকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান।
মাঠের উত্তেজনা দর্শকদের কাছে আরও প্রাণবন্ত করে তুলতে এবারের বিপিএলে যুক্ত হয়েছেন দেশি-বিদেশি একঝাঁক তারকা ধারাভাষ্যকার। কমেন্ট্রি প্যানেলে রয়েছেন পাকিস্তানের কিংবদন্তি ওয়াকার ইউনুস ও রমিজ রাজা, নিউজিল্যান্ডের ড্যানি মরিসন, ইংল্যান্ডের ড্যারেন গফ এবং শ্রীলঙ্কার পারভেজ মাহরুফ। দেশীয় ধারাভাষ্যকারদের মধ্যে বরাবরের মতোই আছেনন জনপ্রিয় কণ্ঠ আতহার আলী খান।
ক্রিফোস্পোর্টস/২৬ডিসেম্বর২৫/এনজি
