Connect with us
ক্রিকেট

ভারসাম্যপূর্ণ দল নিয়ে আত্মবিশ্বাসী ঢাকা ক্যাপিটালসের কোচ

RADFORD
টবি র‍্যাডফোর্ড। ছবি: সংগৃহীত

আগামীকাল (শুক্রবার) মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসর। এবারের বিপিএলে দলের প্রস্তুতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন ঢাকা ক্যাপিটালসের প্রধান কোচ টবি র‍্যাডফোর্ড।

বিপিএল শুরুর পরদিন, অর্থ্যাৎ আগামী শনিবার নিজেদের প্রথম ম্যাচে রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে মাঠে নামবে ঢাকা ক্যাপিটালস। গতকাল (বুধবার) লন্ডন থেকে বাংলাদেশে এসে পৌঁছান ফ্রাঞ্চাইজিটির হেড কোচ র‍্যাডফোর্ড। দলের সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়াকেই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন এই ইংলিশ কোচ।

আজ (বৃহস্পতিবার) গণমাধ্যমের মুখোমুখি হয়ে র‍্যাডফোর্ড বলেন, ‘বাংলাদেশে এই প্রথম বড়দিন কাটালাম, অভিজ্ঞতাটা ভিন্ন। দল বেশ কয়েক দিন ধরেই অনুশীলন করছে। আমার জন্য বিষয়টা হলো দ্রুত কাজে নেমে পড়া-দুই দিনের মধ্যেই ম্যাচ।‘



২০২০ সালে এক বছরের জন্য বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেন র‍্যাডফোর্ড। কয়েকজন ক্রিকেটারের সঙ্গে আগের কাজের অভিজ্ঞতার কথা স্মরণ করে তিনি বলেন, ‘সাইফ হাসানের সঙ্গে আগে কাজ করেছি, এখনো অনলাইনে নিয়মিত যোগাযোগ আছে এবং তাঁকে ব্যাটিংয়ে সাহায্য করি। পারভেজ ইমন, আফিফ ধ্রুবদের আবার দেখে খুব ভালো লাগছে। কোভিডের সময় একসঙ্গে কাজ করার স্মৃতিগুলো এখনো খুব কাছের।’

এবারের আসরে বেশ ভালোভাবেই নিজেদের দল গুছিয়েছে ঢাকা ক্যাপিটালস। তাদের ব্যাটিং লাইনআপে রয়েছেন অ্যালেক্স হেলস, রহমানুল্লাহ গুরবাজ, সাব্বির রহমান, সাইফ হাসান ও নাসির হোসাইনের মতো অভিজ্ঞ ব্যাটাররা। দলের ব্যাটিং নিয়ে র‍্যাডফোর্ড বলেন, ‘শুরুতে দ্রুত রান তোলা এবং নিচের দিকে বড় শট খেলতে পারা ব্যাটার খুব গুরুত্বপূর্ণ।’

ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও নিজেদের শক্তিশালী করেছে ঢাকা। আইএল টি-টোয়েন্টি খেলে আজ দেশে ফিরছেন দলের তারকা পেসার তাসকিন আহমেদ। ঢাকার বোলিং আক্রমণের বড় দায়িত্ব থাকবে এই পেসারের কাঁধেই। তাসকিনের দেরিতে দলে যোগ দেওয়া প্রসঙ্গে র‍্যাডফোর্ড বলেন, ‘ তাসকিন এখনো যোগ দেননি, কাল দলের সঙ্গে যুক্ত হতে পারেন। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে সব সময় নমনীয় হতে হয়। কেউ দেরিতে আসবে, কেউ অন্য লিগ খেলছে। তাই খেলোয়াড় থাকলে এক রকম পরিকল্পনা, না থাকলে আরেক রকম। এই মানসিকতা নিয়েই এগোতে হবে।‘

বিপিএলের মধ্যদিয়েই ফ্র্যাঞ্চাইজি লিগে কোচ হিসেবে অভিষেক হচ্ছে র‍্যাডফোর্ডের। নতুন দায়িত্ব নিয়ে তিনি বলেন, ‘আন্তর্জাতিক দলের সঙ্গে অনেক বছর কাজ করেছি। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট নতুন অভিজ্ঞতা, নতুন চ্যালেঞ্জ। বাংলাদেশ ক্রিকেটপাগল দেশ, এই পরিবেশটা আমি খুব উপভোগ করি।‘

ক্রিফোস্পোর্টস/২৫ডিসেম্বর২৫/এআই

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট