Connect with us
ক্রিকেট

বিপিএল ২০২৬

নোয়াখালীর দ্বায়িত্ব ছাড়তে চান দুই কোচ, নেপথ্যে যে কারণ

Khaled Mahmud and Talha Jubaer
মাঠ ছাড়ছেন খালেদ মাহমুদ ও তালহা জুবায়ের। ছবি: সংগৃহীত

বিতর্ক যেন পিছুই ছাড়ছে না বিপিএলের। এক সময়ের বিশ্বের অন্যতম জনপ্রিয় এই ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টটি জৌলুস হারাতে হারাতে জনপ্রিয়তা তলানিতে এসে ঠেকেছে। এবারের আসর শুরুর আগেও হয়নি এর ব্যতিক্রম। আজকের (বৃহস্পতিবার) সকালেই হয়েছে চট্টগ্রাম র‌য়্যালসের মালিকানা পরিবর্তন। দল পরিচালনার সামর্থ না থাকায় বিসিবির উপর মালিকানা ছেড়ে দিয়েছে মালিকপক্ষ। এর কিছুক্ষণ পরেই অস্বস্তির খবর নোয়াখালী এক্সপ্রেসের শিবিরে। নানা অব্যবস্থাপনার অভিযোগ তুলে দলীয় অনুশীলন ছেড়ে মাঠ ত্যাগ করেছেন দুই কোচ খালেদ মাহমুদ সুজন ও তালহা জুবায়ের।

শুধু মাঠ ত্যাগেই সীমাবদ্ধ থাকেননি নতুন ফ্রাঞ্চাইজিটির দুই কোচ, হোটেল থেকে ব্যাগ গুছিয়ে তারা সিদ্ধান্ত নিয়েছেন ঢাকায় ফেরার। কেটে ফেলেছেন বিমানের টিকিটও।

গণমাধ্যমকে তালহা জানিয়েছেন, ‘কোনো কিছুই আসলে আমাদের অধীনে নেই, আমরা কোচ হওয়া সত্ত্বেও কিছু জানি না। সুজন ভাইও কিছু জানে না, আমাদের কাছে কোনো কিছুর দায়িত্ব (বুঝিয়ে) দেয়নি। অনুশীলনের কিছু নেই, বল বা স্ট্যাম্প যেটা বলেন মানে রাবারের যে স্ট্যাম্প একটাও নেই। আমরা পেশাদারিত্বের সঙ্গে কাজ করি, কিন্তু এই বিপিএলে দুইদিন ধরে কাজ করতে পারছি না।’



ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষের কাছ থেকে প্রয়োজনীয় সামগ্রী না পাওয়ার অভিযোগ তুলে তালহা বলেন, ‘যখন ঢাকায় ছিলাম তখন আমাদের প্র্যাকটিস থাকত ১১টায়, আর বল নিয়ে আসতো ১টার সময়। ক্রিকেটারদের কাছ থেকে বল নিয়ে আমরা অনুশীলন করেছি ঢাকায়। এখানে আমাদের কাছে বল বুঝিয়ে দেবে না, মনে হয় আমরা চুরি করব। আজকে আমরা অনুশীলনে এসেছি, কালকে আমাদের প্রথম ম্যাচ। আজকে বল নিয়ে এসেছে মাত্র তিনটা আর কোন কিছু নাই, মানে কোনো কিছুই নাই।’

অব্যবস্থাপনার অভিযোগ তুলে নোয়াখালীর এই বোলিং কোচ বলেন, ‘সবকিছু ওদের (ফ্র্যাঞ্চাইজি) লোকজন করতেছে, তাহলে আমরা কাজটা করব কীভাবে। আমরা চলে যাচ্ছি, এভাবে আসলে কাজ করার কোনো মানে হয় না। নিজের সম্মানহানি করে কাজ করতে পারব না, আমরা ফ্লাইটের টিকিটও করে ফেলেছি। ব্যাগ গুছিয়ে নিয়েছি, আমিও করব না, সুজন ভাইও করবে না। আর আমরা এখনও পর্যন্ত কোনো পেমেন্ট পাইনি, ডে-এলাউন্স যেটা সেটাও পাইনি। মূলকথা আমাদের হাতে কোনো টাকা-পয়সা আসেনি।’

আগামীকাল (শুক্রবার) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পর্দা উঠবে বিপিএলের দ্বাদশ আসরের। উদ্বোধনী ম্যাচে বিকেল ৩টায় লড়বে স্বাগতিক সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্স। এরপর সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে চট্টগ্রাম রয়্যালসের মুখোমুখি হবে নোয়াখালী এক্সপ্রেস।

ক্রিফোস্পোর্টস/২৫ডিসেম্বর২৫/এআই

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট