Connect with us
ফুটবল

রক্ষণভাগ শক্তিশালী করতে ৩ আর্জেন্টাইনকে দলে ভেড়াতে চায় বার্সা

Foyth, Otamendi and Sensi
হুয়ান ফয়েথ, ওটামেন্ডি ও সেনসি। ছবি: সংগৃহীত

এবারের মৌসুমের শুরু থেকেই ইনজুরিতে নড়বড়ে রক্ষণভাগ নিয়ে খেলতে হচ্ছে বার্সেলোনাকে। তবে সব বিপত্তি কাটিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে লা লিগার চ্যাম্পিয়নরা। তবে, প্রাপ্তির মাঝে নতুন দুঃশ্চিন্তায় কাতালানরা, ইনজুরিতে অনির্দিষ্টাকালের জন্য ছিটকে গিয়েছেন আন্দ্রেয়াস ক্রিস্টেনসেন ও রোনাল্দ আরাউহো। তাই রক্ষণভাগ সামলাতে আসন্ন শীতকালীন দলবদলে ৩ আর্জেন্টািনকে নজরে রেখেছে দলটি।

বিশ্বজুড়ে বড়দিন এবং নববর্ষের ছুটি চলছে। এর মাঝেই শীতকালীন দলবদল বাজারে নড়াচড়া শুরু করেছে বার্সেলোনা। স্প্যানিশ ক্রীড়া সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভোর প্রতিবেদন মতে, ব্লুগ্রানা ক্লাবটি বিশেষভাবে সেন্ট্রাল ডিফেন্স শক্তিশালী করতে যেসব ফুটবলারের দিকে নজর দিচ্ছে। সেখানে বিশ্বকাপজয়ী নিকোলাস ওটামেন্ডির পাশাপাশি আছেন মার্কোস সেনেসি ও হুয়ান ফয়েথ।

হোসে মরিনিয়োর বেনফিকার অধিনায়কের দায়িত্ব পালন করা ৩৭ বছর বয়সী বিশ্বকাপজয়ী ডিফেন্ডার ওটামেন্ডি আছেন ক্যারিয়ারের শেষ পর্যায়ে, তবুও তার উপর ভরসা রাখতে চায় বার্সা। ওটামেন্ডির সঙ্গে পর্তুগিজ ক্লাবটির বর্তমান চুক্তির মেয়াদ রয়েছে ২০২৬ সালের জুন পর্যন্ত। তিনি চুক্তি নবায়ন করবেন কি না, তা এখনও স্পষ্ট নয়। মার্কোস সেনেসির ক্ষেত্রেও চুক্তিগত পরিস্থিতি প্রায় একই। তার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী বছরের জুনে।



২৮ বছর বয়সী ডিফেন্ডার সেনেসি বোর্নমাউথের জার্সিতে ইংলিশ প্রিমিয়ার লিগে ১৭০টি ম্যাচ খেলেছেন। গত বছর ও চলতি মৌসুমে তার ধারাবাহিক ভালো পারফরম্যান্স নজর কেড়েছে। সেই সুবাদে আর্জেন্টিনা জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনিরও ডাক পেয়েছেন সেনেসি।

আরেক আর্জেন্টাইন হুয়ান ফয়েথ স্প্যানিশ ক্লাব ভিয়ারিয়ালের হয়ে এখন পর্যন্ত ১৪৯ ম্যাচ খেলেছেন। রক্ষণে তার বহুমুখী কার্যদক্ষতা বার্সেলোনার কাছে বিশেষভাবে আকর্ষণীয় হয়ে উঠতে পারে।

ক্রিফোস্পোর্টস/২৫ডিসেম্বর২৫/এআই

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল