Connect with us
ক্রিকেট

বিপিএলের আগমুহূর্তে মালিকানা ছাড়ছে চট্টগ্রাম রয়্যালস কর্তৃপক্ষ!

Chattogram Royals
বিপিএল থেকে সরে দাড়াচ্ছে চট্টগ্রাম রয়্যালস। ছবি: সংগৃহীত

অনেক জল্পনা কল্পনা শেষে আয়োজিত হতে যাচ্ছে বিপিএলের দ্বাদশ আসর। আগামী ২৬ ডিসেম্বর সিলেট পর্ব দিয়ে পর্দা উঠবে বিপিএলের এবারের আসর।এদিকে বিপিএলের দ্বাদশ আসর শুরুর একেবারে শেষ মুহূর্তে অনিশ্চয়তা তৈরি করেছে চট্টগ্রাম রয়্যালস। টুর্নামেন্ট শুরুর আগের দিন বৃহস্পতিবার সকালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়ে ফ্র্যাঞ্চাইজিটি জানিয়েছে, আর্থিক সংকটের কারণে তারা এবারের বিপিএলে অংশ নিতে চায় না।

চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির মালিক কাইয়ুম রশিদের পাঠানো ওই চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিপিএলের গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ইফতেখার রহমান মিঠু। তিনি বলেন, সকালে চিঠিটি হাতে এসেছে এবং বিষয়টি নিয়ে বিসিবি সভাপতির সঙ্গে আলোচনা চলছে।

মিঠুর মতে, চিঠিতে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়েছে, তবে মূল কারণ হিসেবে আর্থিক সমস্যার কথাই উল্লেখ করেছে চট্টগ্রাম রয়্যালস। এখন পরিস্থিতি সামাল দেওয়ার পাশাপাশি খেলোয়াড় ও সংশ্লিষ্টদের সঙ্গে বিষয়টি কীভাবে সমাধান করা যায়, সেটাই আলোচনার কেন্দ্রবিন্দু।



চট্টগ্রাম রয়্যালসকে ঘিরে আলোচনা নতুন নয়। এর আগে দলটির কাঠামোতে কিছু ব্যক্তিকে বাদ দেওয়ার বিষয়ে বিসিবির পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছিল। পাশাপাশি স্পন্সর ইস্যুতেও প্রশ্ন উঠেছিল। এর মধ্যেই সরাসরি টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোর আবেদন করায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।

গত মৌসুমে খেলোয়াড় ও কোচিং স্টাফদের বেতন পরিশোধ না করা নিয়ে সমালোচনার মুখে পড়েছিল চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজি। যদিও এবারের আসরের আগে মালিকানা পরিবর্তনের কথা জানানো হয়েছিল। তবুও ফ্র্যাঞ্চাইজি ফি ও ব্যাংক গ্যারান্টি সংক্রান্ত বিসিবির পাওনা পরিশোধ হয়েছে কি না, সে বিষয়েও প্রশ্ন উঠেছিল। পরবর্তীতে বিসিবি দাবি করে, নির্ধারিত শর্ত অনুযায়ী অর্থ পরিশোধের বিষয়টি নিশ্চিত করা হয়েছিল।

এখন চট্টগ্রাম রয়্যালসের এই সিদ্ধান্ত বিপিএলের প্রস্তুতিতে নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। শেষ পর্যন্ত ফ্র্যাঞ্চাইজিটি টুর্নামেন্টে থাকবে কি না, সে বিষয়ে বিসিবির আনুষ্ঠানিক সিদ্ধান্তের দিকেই তাকিয়ে আছে ক্রিকেটাঙ্গন। তবে বিভিন্ন সূত্রে জানা গেছে, চট্টগ্রাম রয়্যালস কর্তৃপক্ষ মালিকানা ছাড়লে সেই দায়িত্ব বিসিবি নিজের কাঁধে তুলে নিবে।

ক্রিফোস্পোর্টস/২৫ডিসেম্বর২৫/টিএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট