টি–টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীন সময়েই দেশের তরুণ ও কম ম্যাচ খেলা ক্রিকেটারদের জন্য নতুন টুর্নামেন্ট চালুর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অনূর্ধ্ব–১৯ পেরিয়ে গেলেও যারা এইচপি বা ‘এ’ দলের নিয়মিত কাঠামোর বাইরে থেকে যাচ্ছেন, মূলত সেই ক্রিকেটারদের ম্যাচ অনুশীলনের সুযোগ করে দিতেই এই উদ্যোগ।
বিসিবির নতুন এই টুর্নামেন্টের নাম রাইজিং স্টার্স অনূর্ধ্ব–২৩ ক্রিকেট টুর্নামেন্ট। বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) আদলে চারটি আঞ্চলিক দল নিয়ে আয়োজন করা হবে প্রতিযোগিতাটি। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির সদস্য আমজাদ হোসেন।
বোর্ড সভা শেষে বুধবার তিনি বলেন, “নতুন সিদ্ধান্ত হচ্ছে রাইজিং স্টার অনূর্ধ্ব–২৩ ক্রিকেট টুর্নামেন্ট। বিসিএলের মতো কাঠামো থাকবে, তবে বয়সভিত্তিক। অনূর্ধ্ব–১৯ এর পর নির্দিষ্ট কোনো টুর্নামেন্ট এতদিন ছিল না। ফেব্রুয়ারিতে এটি আয়োজনের পরিকল্পনা আছে ইনশাআল্লাহ।”
বিসিবির প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, আগামী ফেব্রুয়ারিতে চট্টগ্রামের দুটি ভেন্যুতে ডাবল রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে হবে ম্যাচগুলো। গ্রুপ পর্ব শেষে ঢাকায় অনুষ্ঠিত হবে ফাইনাল। পুরো টুর্নামেন্ট থেকে প্রায় ৬০ জন ক্রিকেটারকে নিয়ে একটি পুল তৈরির লক্ষ্য বিসিবির।
দেশের ক্রিকেট কাঠামোয় দীর্ঘদিন ধরেই অনূর্ধ্ব–১৯ এবং জাতীয় দলের মাঝের স্তরে নিয়মিত প্রতিযোগিতার ঘাটতি নিয়ে আলোচনা ছিল। বছরে দুই–চারটি ম্যাচ খেলেই অনেক ক্রিকেটারকে বসে থাকতে হয়। বিসিবির এই নতুন উদ্যোগকে সেই শূন্যতা পূরণের চেষ্টা হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা।
উল্লেখ্য, একই সময়ে ভারত ও শ্রীলঙ্কার মাটিতে অনুষ্ঠিত হবে টি–টোয়েন্টি বিশ্বকাপ। ৭ ফেব্রুয়ারি শুরু হয়ে টুর্নামেন্ট চলবে ৮ মার্চ পর্যন্ত। বাংলাদেশের ম্যাচগুলো পড়েছে ‘সি’ গ্রুপে, যেখানে প্রতিপক্ষ ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইতালি। বিশ্বকাপের ব্যস্ত সূচির মধ্যেই দেশের মাটিতে অনূর্ধ্ব–২৩ ক্রিকেটারদের জন্য এই নতুন টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে বিসিবি।
বিশ্বকাপ চলাকালীন সময়ে জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটারদের প্রতিযোগিতামূলক ক্রিকেটে ব্যস্ত রাখার পাশাপাশি ভবিষ্যৎ জাতীয় দলের জন্য প্রস্তুত খেলোয়াড় গড়ে তোলাই এই আয়োজনের মূল লক্ষ্য।
ক্রিফোস্পোর্টস/২৫ডিসেম্বর২৫/টিএ
