সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত আইএল টি-টোয়েন্টি লিগে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। দুবার ক্যাপিটালসের হয়ে ৮ ম্যাচে সংগ্রহ করেছেন ১৫ উইকেট। পাশাপাশি সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় দ্বিতীয় অবস্থানে থেকেই আইএলের এবারের যাত্রা শেষ করছেন তিনি।
গতকাল রাতে শারজাহ ওয়ারিয়র্সের বিপক্ষে আইএলের হয়ে মুস্তাফিজের শেষ ম্যাচ ছিল। কেননা আগামী ২৬ ডিসেম্বর থেকে শুরু হতে যাচ্ছে বিপিএলের দ্বাদশ আসর। সেই আসরে রংপুর রাইডার্সের হয়ে মাঠ মাতাবেন এই তারকা। রংপুরের ম্যাচ শুরু হবে ২৯ ডিসেম্বর। আজ ২৫ ডিসেম্বর দেশে ফিরবেন তিনি।
গতকাল তাসকিনের শারজাহ ওয়ারিয়র্সকে হারিয়ে আইএল টি-টোয়েন্টি লিগ-২০২৫ এ সুপার ফোরে কোয়ালিফাই করল মুস্তাফিজের দুবাই ক্যাপিটালস। শারজাহর দেওয়া ১৩৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৫ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় দুবাই। এদিন দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মুস্তাফিজ। ২৭ রানের বিনিময়ে নেন ১ উইকেট। এই জয়ে মুস্তাফিজের দুবাই নিশ্চিত করল সুপার ফোর।
পুরো টুর্নামেন্ট জুড়েই মুস্তাফিজ দুর্দান্ত বল করে গেছেন। ৮ ম্যাচে মোট উইকেট সংগ্রহ করেছেন ১৫ টি। ম্যান অব দ্য ম্যাচও হয়েছেন একদিন। সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় তিনি পৌঁছে গেছেন দুই নাম্বারে। সব মিলে মুস্তাফিজের এবারের আইএল টি-টোয়েন্টির যাত্রা স্মরণীয় হয়েই থাকবে। দুবাইকেও মুস্তাফিজের না থাকার অভাব ভুগাবে।
মুস্তাফিজ ছাড়াও আইএল টি-টোয়েন্টিতে খেলছেন আরও দুই বাংলাদেশি। তাসকিন আহমেদ ও সাকিব আল হাসান। তাসকিন খেলছেন শারজাহ ওয়ারিয়র্স এর হয়ে অন্যদিকে সাকিব খেলছেন এমআই এমিরেটস এর হয়ে। যদিও বিপিএলের কারণে তাসকিনকেও মুস্তাফিজের সাথে ফেরত আসতে হচ্ছে। শারজাহর হয়ে তাসকিন সংগ্রহ করেছেন ৬ ম্যাচে ৯ উইকেট। শারজাহর হয়ে তিনিও ম্যাচ জয়ে ভূমিকা রেখেছেন। তবে বিপিএলের কারণে তাদেরকে দেশে ফিরে আসতে হচ্ছে।
উল্লেখ্য, আগামী ২৬ ডিসেম্বর থেকে সিলেট পর্ব দিয়ে শুরু হতে যাচ্ছে বিপিএলের দ্বাদশ আসর। এই আসরে তাসকিন খেলবেন ঢাকা ক্যাপিটালসের হয়ে অন্যদিকে মুস্তাফিজ খেলবেন রংপুর রাইডার্সের হয়ে।
ক্রিফোস্পোর্টস/২৫ডিসেম্বর২৫/টিএ
