অনেক জল্পনা কল্পনা শেষে আয়োজিত হতে যাচ্ছে বিপিএলের দ্বাদশ আসর। আগামী ২৬ ডিসেম্বর সিলেট পর্ব দিয়ে পর্দা উঠবে বিপিএলের এবারের আসর। বিপিএলের এই আসরে নতুন দল হিসেবে যুক্ত হয়েছে নোয়াখালী এক্সপ্রেস। দলটির প্রধান কোচের দায়িত্ব দেওয়া হয়েছে খালেদ মাহমুদ সুজনকে। বিপিএলকে সামনে রেখে আজ দলবল নিয়ে সিলেটে পৌঁছেছেন হেড কোচ সুজন।
সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে এদিন খুব ফুরফুরে মেজাজে ছিলেন খালেদ মাহমুদ সুজন। এয়ারপোর্ট থেকে বের হওয়ার সময় যথেষ্ট হাসিখুশি ছিলেন তিনি। ভক্তদের সালামের জবাবের পাশাপাশি, হাসিমুখে হাতও মিলিয়েছেন।
প্রথমবারের মত বিপিএলে যুক্ত হয়ে দল পরিচালনা করছেন নোয়াখালী এক্সপ্রেস। দল নিয়েই তারা প্রধান কোচের দায়িত্ব ছেড়ে দিয়েছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার খালেদ মাহমুদ সুজনের ওপর।কোচের দায়িত্ব পেয়েই কাজে নেমে পড়েছেন সুজন। এরই মধ্যে দল গোছানোর কাজও প্রায় সেরে ফেলেছেন।
নিলামের আগেই সরাসরি চুক্তিতে তারা দলে ভেড়ায় জাতীয় দলের ওপেনার সৌম্য সরকার ও পেসার হাসান মাহমুদকে। নিলাম থেকেও বেশ কয়েকজন তারকা খেলোয়াড়দের দলে ভেড়ায়। জাকের আলী অনিক, মাহিদুল ইসলাম অংকন, হাবিবুর রহমান সোহান সহ জাতীয় দলের অনেক পরিচিত মুখকে দলে ভেড়ায় তারা।
বিদেশি সাইনিংয়েও তারা বড় নাম রেখেছে। সরাসরি চুক্তিতে জনসন চার্লস ও কুশল মেন্ডিসকে দলে ভেড়ায় তারা। এছাড়াও আফগান তারকা মোহাম্মদ নাবি ও তার ছেলে, পাশাপাশি তারকা ওপেনার সাদিকুল্লা আতালকেও সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে তারা।
উল্লেখ্য, আগামী ২৬ জানুয়ারি থেকে মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। এবারের বিপিএল হবে ছয় দল নিয়ে। ষষ্ঠ দল হিসেবে যুক্ত হয়েছে নোয়াখালী এক্সপ্রেস। এবার অংশ নিচ্ছে রংপুর রাইডার্স, ঢাকা ক্যাপিটালস, সিলেট টাইটান্স, চট্টগ্রাম রয়্যালস, রাজশাহী ওয়ারিয়র্স এবং নবাগত নোয়াখালী এক্সপ্রেস।মালিকানায়ও এসেছে পরিবর্তন রংপুরের দায়িত্ব নিয়েছে বসুন্ধরা গ্রুপের টগি স্পোর্টস, চট্টগ্রাম রয়্যালস গেছে ট্রায়াঙ্গাল সার্ভিসের হাতে। নাবিল গ্রুপ রাজশাহী, ক্রিকেট উইথ সামি সিলেট এবং চ্যাম্পিয়ন স্পোর্টস (রিমার্ক–হারল্যান) পেয়েছে ঢাকার মালিকানা। নতুন দল নোয়াখালী এক্সপ্রেস পরিচালনা করবে দেশ ট্রাভেলস।
ক্রিফোস্পোর্টস/২৪ডিসেম্বর২৫/টিএ
