আইএল টি–টোয়েন্টির ব্যস্ততা কাটিয়ে বিপিএলে কবে দেখা যাবে তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান এই প্রশ্নi এখন ঘুরছে ভক্তদের মনে। আগামী ২৬ ডিসেম্বর (শুক্রবার) সিলেট পর্ব দিয়ে শুরু হতে যাচ্ছে বিপিএলের দ্বাদশ আসর। তার আগেই দুই তারকা পেসারের দেশে ফেরার সময়সূচি নিয়ে আগ্রহ বাড়ছে।
সংযুক্ত আরব আমিরাতে চলমান আইএল টি–টোয়েন্টি খেলতে দেশের বাইরে অবস্থান করছেন দুই তারকা। এবার ভিন্ন দুই দলে খেলছেন তাসকিন ও মুস্তাফিজ। মুস্তাফিজ খেলছেন দুবাই ক্যাপিটালসের হয়ে। অন্যদিকে তাসকিন খেলছেন শারজাহ ওয়ারিয়র্সের হয়ে। এদিকে দুবাইয়ের হয়ে নিয়মিত পারফরম্যান্স করে যাচ্ছেন মুস্তাফিজ। ৮ ম্যাচে ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে আছে তাঁর দল। অন্যদিকে তাসকিনের শারজা ওয়ারিয়র্সের সময়টা কঠিন যাচ্ছে। তিন জয়ে ৬ পয়েন্ট নিয়ে তারা আছে পয়েন্ট টেবিলের তলানিতে।
এদিকে আজ রাতে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হবে দুবাই ক্যাপিটালস ও শারজা ওয়ারিয়র্স। এই ম্যাচে দুবাই জিতলে ১০ পয়েন্ট নিয়ে প্লে–অফ নিশ্চিত করবে মুস্তাফিজের দল। অন্যদিকে শারজার ক্ষেত্রে এটি টুর্নামেন্টে টিকে থাকার শেষ সুযোগ। হারলে টুর্নামেন্ট থেকে বিদায় নিবে তারা।
এমন অবস্থায় বিপিএল শুরুর আগেই প্রশ্ন উঠেছে পুরো মৌসুমের শুরু থেকেই কি পাওয়া যাবে দুই পেসারকে? ফ্র্যাঞ্চাইজির তথ্য অনুযায়ী, সবকিছু ঠিক থাকলে তাসকিন আহমেদ বিপিএলে নিজের দলের প্রথম ম্যাচের আগেই ঢাকায় ফিরবেন। ঢাকা ক্যাপিটালসের পক্ষ থেকে জানানো হয়েছে, দলের সঙ্গে অনুশীলনেও যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। ২৭ ডিসেম্বর (শনিবার) রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে ঢাকা।
এদিকে, মুস্তাফিজুর রহমানের দল রংপুর রাইডার্স বিপিএল অভিযান শুরু করবে ২৯ ডিসেম্বর, প্রতিপক্ষ চট্টগ্রাম রয়্যালস। আইএল টি–টোয়েন্টির শেষ সূচি অনুযায়ী মুস্তাফিজও দ্রুত সময়ের মধ্যেই দেশে ফিরে রংপুর শিবিরে যোগ দেবেন বলে জানা গেছে।
আইএল টি–টোয়েন্টিতে ব্যস্ত সূচির মাঝেই বিপিএলে অংশ নিতে প্রস্তুত হচ্ছেন দুই তারকা পেসার। দুবাইয়ের হয়ে মুস্তাফিজ ৭ ম্যাচে নিয়েছেন ১৪ উইকেট। অন্যদিকে তাসকিন ৫ ম্যাচে নিয়েছেন ৭ উইকেট।
ক্রিফোস্পোর্টস/২৪ডিসেম্বর২৫/টিএ
