Connect with us
ক্রিকেট

১৪ বছর বয়সে বৈভব সূর্যবংশীর রেকর্ড ভাঙা ইনিংস

বৈভব সূর্যবংশী। ছবি- সংগৃহীত

বৈভব সূর্যবংশী— ১৪ বছর বয়সী এই ক্রিকেটার ভারতীয় ক্রিকেটে এক রহস্যের নাম। একের পর এক বিধ্বংসী ইনিংস খেলে আলোচনায় আসেন তিনি।

এবার ভারতীয় ক্রিকেটে নতুন এক ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন সূর্যবংশী। বিজয় হাজরে ট্রফি ২০২৫-২৬ এর প্রথম দিনে বৈভব একাধিক বিশ্বরেকর্ড ভেঙে দিয়েছেন। মাত্র ৩৬ বলেই শতক পূর্ণ করেন। বৈভবই বিশ্বের একমাত্র ১৪ বছর বয়সী ক্রিকেটার, যিনি কোনো পেশাদার একদিনের টুর্নামেন্টে শতক করেছেন।

শতকের পরও তার ব্যাট ছুটে চলেছে; মাত্র ৫৪ বলেই ১৫০ রান পূর্ণ করেন, যা এই ফরম্যাটে ক্রিকেটে দ্রুততম ১৫০ রানের বিশ্বরেকর্ড। আগের রেকর্ডটি ছিল প্রোটিয়া তারকা এবি ডেভিলিয়ার্স এর (৬৪ বল)। আরুণাচল প্রদেশের বিপক্ষে শেষ পর্যন্ত ৮৪ বলেই ১৯০ রান করে আউট হন সূর্যবংশী। তার এই মারকুটে ইনিংসটি সাজিয়েছেন ১৬ চার ও ১৫ ছক্কা মেরে, স্ট্রাইক রেট ছিল ২২৬.১৯।



এর আগে, চলতি বছরের শুরুতে তিনি রাজস্থানের রয়্যালসের হয়ে আইপিএলে সর্বকনিষ্ঠ ক্রিকেটার ও অভিষেক ম্যাচে শতক হাঁকিইয়েছিলেন। এছাড়া এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্টেও মাত্র ৩২ বলেই শতক করেছিলেন তিনি।

ক্রিফোস্পোর্টস/২৪ডিসেম্বর২৫/এনজি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট