Connect with us
ক্রিকেট

ভারতের বিপক্ষে আইসিসিতে অভিযোগের ঘোষণা পিসিবি চেয়ারম্যানের

ICC and PCB Chairman
আইসিসি ও পিসিবি চেয়ারম্যান। ছবি: সংগৃহীত

মাঠের ফলাফল যাই হোক না কেন, ভারত-পাকিস্তানের মাঠের বাইরের লড়াই যেন থামছেই না। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মাঠে ও মাঠের বাইরের লড়াই সবসময়ই আলোচনার কেন্দ্রে। যুব এশিয়া কাপেও এর ব্যতিক্রম হয়নি। ভারতের ক্রিকেটারদের বিরুদ্ধে অনৈতিক আচরণের অভিযোগ তুললেন খোদ পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি মহসিন নাকভি। 

এবার আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) দ্বারস্থ হচ্ছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান। দুবাই থেকে পাকিস্তানে ফিরে ভারতীয় দলের বিরুদ্ধে অখেলোয়াড় সুলভ আচরণের অভিযোগ তুলেছেন নাকভি। ভারতের কয়েকজন ক্রিকেটারের বিরুদ্ধে খেলা চলাকালীন অতিআগ্রাসী আচরণের অভিযোগ উঠেছে।

পাকিস্তানের সাংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নাকভি বলেছেন, ‘অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ফাইনালে পুরো ময়াচ জুড়ে ভারতের ক্রিকেটাররা নানা ভাবে উত্যক্ত করেছে পাকিস্তানের খেলোয়াড়দের। আমরা আইসিসির কাছে ভারতের বিরুদ্ধে সরকারিভাবে অভিযোগ জানাব। খেলা এবং রাজনীতিকে সব সময় আলাদা রাখা উচিত।’



নাকভির আগে ভারতীয় দলের আচরণ নিয়ে মুখ খুলেছেন পাকিস্তানের অনূর্ধ্ব-১৯ দলের কোচ ও পাকিস্তানের চ্যাম্পিয়নস ট্রফি জয়ী অধিনায়ক সরফরাজ আহমেদও। তিনি বলেছেন, ‘ফাইনালে ভারতের ক্রিকেটারদের আচরণ যথাযথ ছিল না। ক্রিকেটীয় সৌজন্যের পরিপন্থী ছিল ওদের আচরণ। তাও আমরা চ্যাম্পিয়ন হওয়ার পর সৌজন্য বজায় রেখে উৎসব করেছি। রীতিনীতি মেনে ক্রিকেট খেলা উচিত সব সময়। আমরা এভাবেই ক্রিকেট খেলি। কিন্তু ভারত তা করে না।’

তিন মাস তিনেক আগে এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। তবে নানা নাটকীয়তায় এখনও এশিয়া কাপের সেই ট্রফি ছুঁতে পারেননি সূর্যকুমারের দল। এরই মাঝে গত রোববার অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ মুখোমুখি হয়েছিল। তবে এখানে শেষ হাসি হেসেছে পাকিস্তানের যুবারা।

ভারত-পাকিস্তানের যুবাদের লড়াই হয়েছে একপেশে। দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে আগে ব্যাট করা পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল ৩৪৮ রান তোলে। লক্ষ্য তাড়া করতে নেমে ভারত অনূর্ধ্ব-১৯ দল ২৬.২ ওভারেই ১৫৬ রানে অলআউট। যুব এশিয়া কাপের ফাইনালে দ্বিতীয় সর্বোচ্চ ১৯১ রানের ব্যবধানে জিতে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হলো পাকিস্তান।

ক্রিফোস্পোর্টস/২৪ডিসেম্বর২৫/এআই

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট