দুয়ারে কড়া নাড়ছে ২০২৬ ফিফা বিশ্বকাপ। ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা যৌথভাবে আয়োজন করবে ফুটবলের বিশ্ব এই আসর। এবারের বিশ্বকাপে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে অংশ নেবে লিওনেল মেসির আর্জেন্টিনা।
যদিও এই বিশ্বকাপে মেসির অংশগ্রহণ এখনো নিশ্চিত নয়। শারীরিক অবস্থা ও ভবিষ্যৎ পরিকল্পনা বিবেচনায় রেখে সিদ্ধান্ত নেবেন বলে আগেই জানিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক।
এমন পরিস্থিতিতে বিশ্বকাপে মেসির সম্ভাব্য অংশগ্রহণ নিয়ে সতর্ক বার্তা দিয়েছেন জার্মান ফুটবল তারকা থমাস মুলার।
সম্প্রতি জার্মান টেলিভিশন চ্যানেল ম্যাজেন্টা টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে মুলার বলেন, মেসি বিশ্বকাপ খেললে আর্জেন্টিনা দলের সামগ্রিক ভারসাম্য বদলে যেতে পারে। তিনি বলেন, আমার দৃষ্টিতে, যদি সে সেখানে (বিশ্বকাপ) থাকে, তাহলে সেটি হবে খুবই দুর্দান্ত বিষয়। অবশ্যই, এতে দলের পুরো ভারসাম্য বদলে যেতে পারে- ভালো বা খারাপ, যেকোনো দিকেই।
লিওনেল মেসি ইতোমধ্যে পাঁচটি বিশ্বকাপে খেলেছেন। এর মধ্যে ২০২২ কাতার বিশ্বকাপ ছিল তার ক্যারিয়ারের সর্বোচ্চ সাফল্য, যেখানে ফাইনালে টাইব্রেকারে ফ্রান্সকে হারিয়ে ১৯৮৬ সালের পর প্রথমবার বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা। ২০২৬ বিশ্বকাপে খেললে মেসি হবেন ইতিহাসের দ্বিতীয় ফুটবলার, যিনি ছয়টি বিশ্বকাপে অংশ নেবেন। এই তালিকায় বর্তমানে মেসির সমান কেবল ক্রিস্টিয়ানো রোনালদো।
মেসি ও মুলারের মুখোমুখি লড়াইয়ের ইতিহাসও বেশ আলোচিত। বিভিন্ন ক্লাব ও আন্তর্জাতিক প্রতিযোগিতা মিলিয়ে দুজন একে অপরের বিপক্ষে খেলেছেন একাধিকবার। এর মধ্যে জার্মানির হয়ে বিশ্বকাপ ম্যাচ এবং ক্লাব পর্যায়ের কয়েকটি বড় জয়ে মুলার গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। সম্প্রতি এমএলএস কাপের ফাইনালে মুখোমুখি হয়েছেন মুলার–মেসি।
২০২৬ বিশ্বকাপ সামনে রেখে নিজের দলের লক্ষ্য নিয়েও কথা বলেছেন মুলার। তিনি বলেন, জার্মানির প্রথম লক্ষ্য হওয়া উচিত গ্রুপ পর্ব অতিক্রম করা। প্রতিপক্ষদের নাম দেখলে বোঝা যায়, গ্রুপ পার হওয়া আমাদের জন্য বাধ্যতামূলক।
গ্রুপ-ইতে জার্মানির প্রতিপক্ষ
| তারিখ | দল | সময় |
| ১৪ জুন | জার্মানি বনাম কুরাসাও | হোস্টন (রাত ১১টা) |
| ২০ জুন | জার্মানি বনাম আইভরি কোস্ট | টরোন্টো (দিবাগত রাত ২টা) |
| ২৫ জুন | ইকুয়েডর বনাম জার্মানি | নিউইয়র্ক নিউজার্সি (দিবাগত রাত ২টা) |
গ্রুপ জে-তে আর্জেন্টিনার প্রতিপক্ষ
| তারিখ | দল | সময় |
| ১৭ জুন | আর্জেন্টিনা বনাম আলজেরিয়া | কানসাস সিটি (সকাল ৭টা) |
| ২২ জুন | আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া | ডালাস (রাত ১১টা) |
| ২৮ জুন | জর্ডান বনাম আর্জেন্টিনা | ডালাস (সকাল ৮টা) |
ক্রিফোস্পোর্টস/২৪ডিসেম্বর২৫/এসএ

