Connect with us
ক্রিকেট

বিপিএল খেলতে ঢাকায় শাহেবজাদা, নাওয়াজ ও লামিচানে

Rajshahi Foreigner
ঢাকায় পৌঁছলেন রাজশাহীর তিন বিদেশি। ছবি: সংগৃহীত

অনেক জল্পনা কল্পনা শেষে মাঠে গড়াচ্ছে বিপিএলের দ্বাদশ আসর। গেল আসর ঘিরে ছিল বিভিন্ন অনিয়ম, বিতর্ক। তাই এবারের আসর ঘিরেও ছিল নানান অনিশ্চয়তা। কিন্তু সবকিছু পেছনে রেখে আগামী ২৬ জানুয়ারী সিলেট পর্ব দিয়ে শুরু হতে যাচ্ছে এবারের বিপিএল আসর। বিপিএল খেলতে এরই মধ্যে ঢাকায় পৌঁছেছেন পাকিস্তানের শাহেবজাদা ফারহান, মোহাম্মদ নাওয়াজ ও নেপালের সন্দ্বীপ লামিচানে। 

বিপিএলের দ্বাদশ আসরকে কেন্দ্র করে ইতিমধ্যেই দল গোছানো সম্পন্ন করে ফেলেছে দলগুলো। এবারের আসরের ব্যতিক্রম বিষয় হচ্ছে দীর্ঘদিন পর নিলাম অনুষ্ঠিত হওয়া। সব নিলে নিজেদের পছন্দসই খেলোয়াড়কে নিয়েই দলগুলো তাদের পরিকল্পনা আগাচ্ছে।

এদিকে দল গোছানোতে পিছিয়ে নেই রাজশাহী ওয়ারিয়র্স। একঝাঁক তরুণ আর অভিজ্ঞতার মিশ্রণে তাদের দল সাজিয়েছে। শান্ত, তামিম, মুশফিকের পাশাপাশি আছেন ইয়াসির আলী, রিপন মন্ডল, তানজিম সাকিব, মেহেরব অপি সাকলায়েনের মত তরুনরা।



বিদেশি খেলোয়াড়দের তালিকাতেও আছে চমক। পাকিস্তানের শাহেবজাদা ফারহান, মোহাম্মদ নাওয়াজ এর পাশাপাশি নেপালের তারকা স্পিনার সন্দীপ লামিচানেকে সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে। এছাড়াও নিউজিল্যান্ডের ফিনিশার অলরাউন্ডার জেমি নিশামকেও দলে নিয়েছে তারা।শ্রীলঙ্কার বিনুরা ফার্নান্দোকেও দলে ভিড়িয়েছে তারা।

পাকিস্তানের খেলোয়াড়দের নিয়ে এনওসি জটিলতা থাকলেও এরই মধ্যে বিপিএল খেলতে ঢাকায় পা রেখেছে শাহেবজাদা, নাওয়াজ ও লামিচানে। প্রথমে এনওসি ঝামেলা থাকলেও পরবর্তীতে বিপিএল খেলার অনুমতি পেয়েছেন পাক ক্রিকেটাররা। তবে আসন্ন পাকিস্তান-শ্রীলঙ্কা সিরিজে তারা আবার দেশে ফেরত যাবেন। আগামী দুইদিন রাজশাহী দলের সাথে অনুশীলন করবেন তারা। প্রথম ম্যাচ থেকেই তাদেরকে দলে পাওয়া যাবে।

এদিকে গতকাল রাজশাহীর অধিনায়কের নাম ঘোষণা করা হয়েছে। জাতীয় টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে দেওয়া হয়েছে নেতৃত্বের ভার। এছাড়া রাজশাহীর প্রধান কোচের দায়িত্বে আছেন হান্নান সরকার।

উল্লেখ্য, এবারের বিপিএলে অংশ নিচ্ছে মোট ছয়টি দল। আগামী ২৬ জানুয়ারি সিলেট পর্ব দিয়ে পর্দা উঠবে বিপিএলের দ্বাদশ আসর। তারপর সেখান থেকে যাবে চট্টগ্রাম, আর চট্টগ্রাম পর্ব শেষ করে আসবে ঢাকায়।

ক্রিফোস্পোর্টস/২৩ডিসেম্বর২৫/টিএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট