Connect with us
ক্রিকেট

বিপিএলে পারফর্ম করলে জাতীয় দলে সুযোগ মিলবে আফিফের : মিরাজ

Afif and Miraz
আফিফকে নিয়ে আশাবাদী মিরাজ। ছবি: সংগৃহীত

দীর্ঘ সময় ধরেই জাতীয় দলের বাইরে আছেন অলরাউন্ডার আফিফ হোসেন। ফর্মহীনতা ও ধারাবাহিক পারফরম্যান্সের অভাবে দেড় বছরের বেশি সময় আলোচনার বাইরে থাকা এই বাঁ–হাতি ব্যাটার এবার ফিরছেন বিপিএলের মঞ্চে। দ্বাদশ আসরে সিলেট টাইটান্সের হয়ে খেলবেন আফিফ, যেখানে তাঁর সামনে জাতীয় দলে ফেরার নতুন সুযোগ দেখছেন দলটির অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

সোমবার সিলেটে দলের অনুশীলন চলাকালে গণমাধ্যমের মুখোমুখি হয়ে আফিফকে নিয়ে নিজের প্রত্যাশার কথা জানান জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। মিরাজের মতে, বিপিএলে পারফরম্যান্সই হতে পারে আফিফের ক্যারিয়ারে নতুন শুরুর পথ।

মিরাজ বলেন, ‘একসময় আফিফকে দেশের সেরা খেলোয়াড়দের একজন বলা হতো। কোনো কারণে সে জায়গা থেকে একটু মিসিং হয়েছে। এই টুর্নামেন্টটা ওর জন্য ভালো কিছু শুরু করার সুযোগ হতে পারে। এখানে পারফর্ম করতে পারলে জাতীয় দলে ফেরার রাস্তা সহজ হবে।’



ঘরোয়া ক্রিকেটে সাম্প্রতিক সময়ে আফিফের পারফরম্যান্স খুব একটা চোখে পড়ার মতো না হলেও, বিপিএলের মতো প্রতিযোগিতামূলক মঞ্চে নিজেকে প্রমাণ করার সুযোগ দেখছেন সিলেটের অধিনায়ক। দলের অনুশীলন ও প্রস্তুতিতে আফিফের মানসিকতা নিয়েও প্রশংসা করেছেন তিনি।

আফিফের পাশাপাশি আরেক ব্যাটার জাকির হাসানকেও সীমিত ওভারের দলে ফেরার সুযোগ রয়েছে বলে মনে করেন মিরাজ। জাতীয় দলে খেলার অভিজ্ঞতা থাকা জাকির বর্তমানে দলের বাইরে থাকলেও, অনুশীলনে তাঁর প্রস্তুতি মুগ্ধ করেছে সিলেট অধিনায়ককে।

মিরাজ বলেন, ‘জাকির বাংলাদেশ দলে খেলেছে। রান করার তীব্র আগ্রহ আছে ওর মধ্যে। অনুশীলনে সেটা দেখা যাচ্ছে। ও খুব সিরিয়াস। ভালো খেললে ওর জন্যও সুযোগ আসতে পারে।’

এদিকে সিলেট টাইটান্স দলের সামগ্রিক পরিবেশ নিয়েও সন্তুষ্ট মিরাজ। তাঁর মতে, প্রত্যেক খেলোয়াড়ই নিজেকে প্রমাণ করতে চায়, যা দলের জন্য ইতিবাচক দিক।

বিপিএলের দ্বাদশ আসরে তাই আফিফ হোসেন ও জাকির হাসানের দিকে আলাদা করে নজর থাকবে। পারফরম্যান্স দিয়েই জাতীয় দলে ফেরার সম্ভাবনা তৈরি করতে হবে এই দুই ব্যাটারের এমনটাই ইঙ্গিত মিলছে সিলেট টাইটান্স অধিনায়ক মিরাজের কথায়।

ক্রিফোস্পোর্টস/২৩ডিসেম্বর২৫/টিএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট