মাউন্ট মঙ্গানুই টেস্টের চতুর্থ দিনেই ফলাফল আন্দাজ হয়ে গিয়েছিল। শেষ দিনে ওয়েস্ট ইন্ডিজের সামনে জেতার মত কোনো সহজ লক্ষ্য ছিল না, সেজন্য ড্র ছাড়া কিছু পাওয়ার সুযোগও ছিলনা। তবে সেই ড্রয়ের আশা রাখার সুযোগও দিলেন না নিউজিল্যান্ডের জ্যাকব ডাফি। তার দুর্দান্ত বোলিংয়ে পঞ্চম দিনেই ৩২৩ রানের বড় ব্যবধানে হেরে যায় ক্যারিবীয়রা।
এই জয়ে রেকর্ড গড়েছে নিউজিল্যান্ড। রানের ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এটিই ব্ল্যাক ক্যাপসদের সবচেয়ে বড় টেস্ট জয়। এর আগে ২০১৭ সালে হ্যামিল্টনে ২৪০ রানে জয়ই ছিল সর্বোচ্চ। মাউন্ট মঙ্গানুইয়ের এই জয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে নিজেদের করে নিয়েছে স্বাগতিকরা।
৪৬২ রানের লক্ষ্য নিয়ে শেষ দিনে ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। চতুর্থ দিন শেষে কোনো উইকেট না হারিয়ে ৪৩ রান করেছিল তারা। কিন্তু পাহাড়সম লক্ষ্যের চাপে পঞ্চম দিনের শুরু থেকেই ছন্দ হারাতে থাকে সফরকারীরা। দিনের প্রথম সেশনেই জুটি ভাঙে। পুরো ইনিংসে আর মাত্র ৯৫ রান যোগ করতে পেরে ১৩৮ রানেই গুটিয়ে যায় ক্যারিবীয়রা। শেষ ৫১ রানের মধ্যেই আউট হয়ে যায় তাদের সব ব্যাটসম্যান।
দলের হয়ে একমাত্র লড়াই করেছেন ব্র্যান্ডন কিং। ওপেনার হিসেবে নেমে ৬৭ রান করেন তিনি। জন ক্যাম্পবেল ১৬ ও টেভিন ইমলাচ ১৫ রান করলেও বাকিদের কেউই বিশের ঘরে যেতে পারেননি।
ব্যাটিংয়ে এমন বিপর্যয়ের মূল নায়ক জ্যাকব ডাফি। প্রথম ইনিংসে চার উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে আরও আক্রমণাত্মক হয়ে ওঠেন এই পেসার। ৪২ রানে পাঁচ উইকেট নিয়ে একাই ভেঙে দেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইনআপ। দুই ইনিংস মিলিয়ে ৯ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার জেতেন তিনি। অন্যদিকে স্পিনার এজাজ প্যাটেলও নেন ২৩ রানের বিনিময়ে তিন উইকেট।
পুরো সিরিজজুড়েই ডাফি দুর্দান্ত বল করেছেন। তিন ম্যাচে তিনবার পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখিয়েছেন তিনি। নিউজিল্যান্ডের হয়ে এক সিরিজে তার চেয়ে বেশি উইকেট নিতে পেরেছেন কেবল রিচার্ড হ্যাডলি ও ব্রুস টেলর। প্রায় চার দশক পর এক সিরিজে সর্বোচ্চ উইকেট নেওয়া কিউই বোলার হিসেবে সিরিজসেরার পুরস্কারও উঠেছে তার হাতে। সব মিলিয়ে এক রেকর্ড গড়া সিরিজ জিতল নিউজিল্যান্ড।
ক্রিফোস্পোর্টস/২২ডিসেম্বর২৫/টিএ
