বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আলোচিত নাম লিওনেল মেসি। সম্প্রতি করেছেন ভারত সফর। তাকে ঘিরে ভারতের আলোচিত সেই আয়োজন শেষ পর্যন্ত পরিণত হয়েছে বিতর্কে। তবে সবচেয়ে অবাক করা তথ্য হচ্ছে ‘জিওএটি ইন্ডিয়া ট্যুর’ নামে লিওনেল মেসিকে ভারতে আনার পেছনে মোট ব্যয় হয়েছে প্রায় ১০০ কোটি টাকা। তদন্তে এমন তথ্যই উঠে এসেছে।
কলকাতার যুব ভারতী ক্রীড়াঙ্গনে বিশৃঙ্খলার ঘটনার পর শুরু হওয়া তদন্তে এই ব্যয়ের বিস্তারিত জানিয়েছেন ইভেন্টের উদ্যোক্তা শতদ্রু দত্ত।
পুলিশ সূত্র জানায়, তদন্তকারীদের দেওয়া বক্তব্যে শতদ্রু জানিয়েছেন, ভারত সফরের জন্য লিওনেল মেসিকে পারিশ্রমিক হিসেবে দেওয়া হয়েছে ৮৯ কোটি টাকা। এর বাইরে কর বাবদ ভারত সরকারকে পরিশোধ করা হয়েছে আরও ১১ কোটি টাকা। সব মিলিয়ে সফরের মোট ব্যয় দাঁড়ায় ১০০ কোটি টাকায়।
তবে এই বিপুল অঙ্কের পুরোটা আয় করা যায়নি। আয়-ব্যয়ের হিসাব অনুযায়ী, মোট ব্যয়ের প্রায় ৩০ শতাংশ এসেছে স্পনসরদের কাছ থেকে। আর টিকিট বিক্রি ও বিশেষ পাস থেকে পাওয়া গেছে আরেক ৩০ শতাংশ। বাকি অর্থ জোগাড় করতে গিয়ে চাপ বাড়ে আয়োজকদের ওপর।
কলকাতায় মেসিকে দেখার জন্য দর্শকদের ন্যূনতম সাড়ে চার হাজার টাকা দিয়ে টিকিট কিনতে হয়েছিল। এর পাশাপাশি হোটেলে আয়োজিত ‘মিট অ্যান্ড গ্রিট’ অনুষ্ঠানে ছবি তোলার অনুমতির জন্য নির্ধারণ করা হয়েছিল ২৫ লাখ টাকা ফি। এত কিছুর পরও পর্যাপ্ত আয় হয়নি বলে তদন্তে উঠে এসেছে।
যুব ভারতী স্টেডিয়ামে মেসিকে ঘিরে ভাঙচুর ও বিশৃঙ্খলার ঘটনায় পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এর জেরে কলকাতার কর্মসূচি নির্ধারিত সময়ের আগেই বাতিল করতে বাধ্য হন আয়োজকরা। ঘটনার পর হায়দরাবাদে যাওয়ার প্রস্তুতির সময় কলকাতা বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয় শতদ্রু দত্তকে। মেসির ব্যক্তিগত বিমানে ওঠার পরই তাকে আটক করা হয়।
বিশেষ তদন্তকারী দলের কর্মকর্তারা জানিয়েছেন, টানা জেরায় শতদ্রু আরও দাবি করেছেন, ভক্তদের অতিরিক্ত শারীরিক ঘনিষ্ঠতায় মেসি স্বাভাবিকভাবেই বিরক্ত ছিলেন। বিষয়টি বিদেশ থেকে আসা নিরাপত্তা কর্মকর্তাদেরও জানানো হয়েছিল। কিন্তু বাস্তবে তা পুরোপুরি নিয়ন্ত্রণ করা যায়নি।
প্রসঙ্গত, এই সফর ঘিরে আর্থিক লেনদেন, নিরাপত্তা ব্যর্থতা ও আয়োজনের স্বচ্ছতা সব মিলিয়ে তদন্ত এখনো চলমান। যদিও ভারতের মাটিতে ফুটবল ইতিহাসে বড় তারকাকে ঘিরে এমন আয়োজন যে এত বড় প্রশ্নের মুখে পড়বে, তা আগে থেকে কেউ বুঝতে পারেনি।
ক্রিফোস্পোর্টস/২২ডিসেম্বর২৫/টিএ
