Connect with us
ক্রিকেট

ভারতের বিপক্ষে শিরোপা জয়ে বড় অবদান, কে এই ওপেনার?

ওপেনার সামীর মিনহাস। ছবি- সংগৃহীত

দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে অনূর্ধ্ব–১৯ এশিয়া কাপের শিরোপার লড়াইয়ে ব্যাট হাতে তাণ্ডব চালিয়েছেন পাকিস্তানের ওপেনার সামীর মিনহাস। ভারতের শক্তিশালী বোলিং আক্রমণের বিপক্ষে মাত্র ১১৩ বলে ১৭২ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন তিনি। তার ইনিংসে ছিল ১৭টি চার ও ৯টি ছক্কা। এই দুর্দান্ত পারফরম্যান্সে ভর করে পাকিস্তান গড়ে তোলে ৩৪৭ রানের বড় সংগ্রহ।

ম্যাচটি ১৯১ রানের জয়ে এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট পরে পাকিস্তানের যুবারা।

এই পাকিস্তানি ওপেনার?



১৯ বছর বয়সী এই প্রতিভাবান ব্যাটার পাকিস্তানের মুলতান থেকে উঠে এসেছেন। টপ অর্ডার ব্যাটসম্যান হিসেবে পরিচিত হলেও প্রয়োজনে পার্টটাইম লেগ স্পিনও করতে পারেন তিনি। সামীর মিনহাসের আরেকটি পরিচয়- তিনি পাকিস্তান জাতীয় দলের বাঁহাতি স্পিনার আরাফাত মিনহাসের ছোট ভাই।

পুরো টুর্নামেন্টজুড়েই দুর্দান্ত ফর্মে ছিলেন সামীর। পাঁচ ম্যাচে তিনি করেছেন মোট ৪৭১ রান, গড় ১৫৭ এবং স্ট্রাইক রেট ১১৭-এর বেশি- যা অনূর্ধ্ব-১৯ পর্যায়ে বিরল কীর্তি। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে খেলেন অপরাজিত ১৭৭ রানের ইনিংস। এরপর সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে করেন ৪৪ রান এবং সেমিফাইনালে বাংলাদেশের বিপক্ষে খেলেন অপরাজিত ৬৯ রানের ইনিংস।

ফাইনালে ভারতের বিপক্ষে সামীর মিনহাসের এই অনবদ্য ইনিংস শুধু ম্যাচেই নয়, পুরো টুর্নামেন্টেই তাকে আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে।

ফাইনালে সর্বাধিক রান

অনূর্ধ্ব–১৯ এশিয়া কাপের ফাইনালে সর্বাধিক রানের নতুন রেকর্ড গড়েছেন পাকিস্তানের ওপেনার সমীর মিনহাস। ভারতের বিপক্ষে ফাইনালে তিনি করেন ১৭২ রান, যা টুর্নামেন্টের ফাইনাল ইতিহাসে সর্বোচ্চ। এর আগে ২০১২ সালের ফাইনালে ভারতের বিপক্ষে ১৩৪ রান করেছিলেন পাকিস্তানের সামি আসলম। দীর্ঘ ১২ বছর পর সেই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়লেন সমীর। তার ইনিংসে ছিল ১৭টি চার ও ৯টি ছক্কা।

এশিয়া কাপে সর্বাধিক রান

অনূর্ধ্ব–১৯ এশিয়া কাপের ইতিহাসে এক আসরে সর্বাধিক রান করার কীর্তিও গড়েছেন সমীর মিনহাস। চলতি আসরে পাঁচ ইনিংসে তিনি সংগ্রহ করেছেন ৪৭১ রান। তার ব্যাট থেকে এসেছে দুটি শতরান ও একটি অর্ধশতরান। গড় ছিল ১৫৭—যা এই পর্যায়ে বিরল নজির।

এর আগে এক আসরে সর্বাধিক রানের রেকর্ডটি ছিল পাকিস্তানের সামি আসলমের দখলে। ২০১২ সালের অনূর্ধ্ব–১৯ এশিয়া কাপে পাঁচ ইনিংসে তিনি করেছিলেন ৪৬১ রান, গড় ছিল ১১৫.২৫। সে টুর্নামেন্টে সামি আসলম করেছিলেন দুটি শতরান ও দুটি অর্ধশতরান। এতদিন পর সেই রেকর্ডও ভাঙলেন সমীর।

ক্রিফোস্পোর্টস/২১ডিসেম্বর২৫/এনজি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট