দুবাইয়ের মাটিতে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত-পাকিস্তান মুখোমুখি। শিরোপা নির্ধারণী ম্যাচে পাকিস্তান আগে ব্যাট করে ৩৪৮ রানের বড় স্কোর গড়েছে। জবাবে ভারত ব্যাট করতে নামতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রথম ওভারের প্রথম বলেই পাকিস্তানকে রীতিমতো চমকে দেয় ভারতীয় ব্যাটসম্যান।
আলি রেজা সুর্যবংশির বিরুদ্ধে বল করে দেন প্রথমেই ৬ রান। বলটি মিডল-অঞ্চলে সামান্য শর্ট লেংথে যায়, ব্যাটসম্যান তা দক্ষভাবে ব্যাকফুটে ছক্কায় পরিণত করেন। পরের বলটিতে আবারও ২ রান আসে, যদিও সেটি নো-বলে রেকর্ড হয়। পয়েন্টের ওপর দিয়ে খেলানো চমৎকার শটে ব্যাটসম্যান দুই রান তুলে নেন। এর ফলে মাত্র ১ বলেই ৯ রান চলে আসে, যা ম্যাচের শুরুতেই উত্তেজনার ভোল্টেজ বাড়িয়ে দেয়।
টসে জিতে ফিল্ডিং নেওয়া ভারত শুরুতে আক্রমণাত্মক হওয়ার চেষ্টা করলেও পাকিস্তানের ব্যাটিং লাইনে ধীরগতির ও ঝোড়ো খেলোয়াড়দের সমন্বয়ে বড় স্কোর গড়া সম্ভব হয়েছে। উদ্বোধনী জুটি ৩১ রানে ভেঙে গেলেও উসমান খান ও সামির মিনহাস দ্বিতীয় উইকেটে ৯২ রানের জুটি গড়েন। মিনহাস তার স্বভাবসুলভ ঝোড়ো ব্যাটিং চালিয়ে ১১৩ বলে ১৭ চার ও ৯ ছক্কায় ১৭২ রান করেন। আহমেদ হুসেইন ও মিনহাস মিলে তৃতীয় উইকেটে ১৩৭ রানের জুটি গড়ে দলকে শক্ত অবস্থানে রাখেন।

শেষ পর্যন্ত পাকিস্তান অধিনায়ক ফারহান ইউসাফের সঙ্গে মিনহাস ৪২ রানের জুটি যোগ করে ৪৩তম ওভারের মধ্যে পাকিস্তানকে ৩০২ রানে পৌঁছে দেন। এর পর নিয়মিত বিরতিতে উইকেট হারালেও পাকিস্তান যথেষ্ট রানের পাহাড় গড়ে ভারতকে চ্যালেঞ্জ দিয়েছে।
ভারতের হয়ে দেবেন্দ্রন ১০ ওভারে ৮৩ রানে ৩ উইকেট নেন। হেনিল প্যাটেল ও খিলান প্যাটেল দুটি করে উইকেট নেন।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তানের দেওয়া বিশাল লক্ষ্য তাড়া করছে ভারত।
ক্রিফোস্পোর্টস/২১ডিসেম্বর২৫/এনজি
