Connect with us
ক্রিকেট

স্বল্প পরিসরে হবে বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান

BPL 2026
বিপিএল ২০২৬। ছবি: সংগৃহীত

অনেক জল্পনা কল্পনা শেষে আগামী ২৬ ডিসেম্বর থেকে মাঠে গড়াবে বিপিএলের এবারের আসর। এর আগে বলা হয়েছিল জমকালো আয়োজনে করা হবে বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে ঢাকায় পরিকল্পিত জমকালো আয়োজন থেকে সরে এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে পুরোপুরি উদ্বোধনী অনুষ্ঠান বাতিল হচ্ছে না। সীমিত পরিসরে সিলেটেই হবে উদ্বোধনী অনুষ্ঠান। 

২৬ ডিসেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টুর্নামেন্টের প্রথম দিনের ম্যাচ ঘিরেই হবে উদ্বোধনী আয়োজন। ম্যাচ শুরুর আগে অথবা দুই ম্যাচের মাঝের সময় ছোট আকারের সাংস্কৃতিক অনুষ্ঠান রাখার পরিকল্পনা রয়েছে। আয়োজক সূত্র জানিয়েছে, এতে দেশের কয়েকটি জনপ্রিয় ব্যান্ড পারফর্ম করতে পারে।

উদ্বোধনী আয়োজনের কারণে প্রথম দিনের ম্যাচ সূচিতেও সামান্য পরিবর্তন আনা হয়েছে। আগের সূচি অনুযায়ী দুপুর ২টায় সিলেট টাইটানস ও রাজশাহী ওয়ারিয়র্সের ম্যাচ শুরু হওয়ার কথা থাকলেও সেটি পিছিয়ে বেলা ৩টায় নেওয়া হয়েছে। পাশাপাশি দুই ইনিংসের মাঝের বিরতি ২০ মিনিটে বাড়ানো হয়েছে। দিনের দ্বিতীয় ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে, যেখানে নোয়াখালী এক্সপ্রেসের মুখোমুখি হবে চট্টগ্রাম রয়্যালস।



এবারের বিপিএল অনুষ্ঠিত হবে তিনটি ভেন্যুতে সিলেট, চট্টগ্রাম ও ঢাকা। ২৬ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত চলবে সিলেট পর্ব। এরপর ৫ থেকে ১২ জানুয়ারি চট্টগ্রাম পর্ব, আর ১৫ জানুয়ারি শুরু হবে ঢাকা পর্ব। এলিমিনেটর, কোয়ালিফায়ার এবং ২৩ জানুয়ারির ফাইনালসহ শেষ পর্বের সব ম্যাচই অনুষ্ঠিত হবে ঢাকায়।

বিপিএলকে কেন্দ্র করে এরই মধ্যে নিলাম সম্পন্ন হয়েছে। এরই মধ্যে সব দল নিজেদের মত করে স্কোয়াড গোছানোও শুরু করে দিয়েছে।

এদিকে সিলেট পর্বের টিকিটের মূল্যও প্রকাশ করেছে বিসিবি। গ্যালারি ভেদে টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ২ হাজার টাকা পর্যন্ত। সব মিলিয়ে বড় আয়োজনের বদলে সংক্ষিপ্ত উদ্বোধনের মধ্য দিয়েই এবারের বিপিএলের পর্দা উঠছে সিলেটে।

ক্রিফোস্পোর্টস/২১ডিসেম্বর২৫/টিএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট