Connect with us
ক্রিকেট

তাসকিনের দুর্দান্ত বোলিং, তবুও হারল শারজাহ

Taskin
উইকেট নিয়ে তাসকিনের উদযাপন। ছবি: সংগৃহীত

তাসকিন আহমেদের নিয়ন্ত্রিত ও কার্যকর বোলিংও সত্ত্বেও শারজাহ ওয়ারিয়র্স হার এড়াতে পারল না। ব্যাটিং ব্যর্থতায় আইএল টি-টোয়েন্টিতে ডেজার্ট ভাইপার্সের কাছে সহজ হার হেরেছে শারজাহ। মাত্র ৯১ রানে অলআউট হওয়া শারজাহর বিপক্ষে লক্ষ্য তাড়া করতে নেমে ৪ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় ভাইপার্স।

শনিবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই ব্যাটিং ব্যর্থতায় ধুঁকতে থাকে শারজাহ। দলীয় ৯ রানেই জনসন চার্লসকে হারানোর পর আর ঘুরে দাঁড়াতে পারেনি তারা। টপ অর্ডার থেকে মিডল অর্ডার কেউই দায়িত্ব নিয়ে ইনিংস বড় করতে পারেনি। সর্বোচ্চ ৩৫ রান করেন টম অ্যাবেল। ইথান ডি’সুজার ব্যাট থেকে আসে ১৮ রান। তবে দুজনের ইনিংসই ছিল ধীর গতির, যার ফলে দলে আরও চাপ বাড়িয়েছে।

শারজাহর ইনিংসে একমাত্র বড় জুটি আসে চতুর্থ উইকেটে, ৩৩ রানের। টম কোহলার-ক্যাডমোর, সিকান্দার রাজা কিংবা দীনেশ কার্তিক কেউই ইনিংস লম্বা করতে পারেননি। শেষ পর্যন্ত ১৭.৫ ওভারে মাত্র ৯০ রানেই গুটিয়ে যায় শারজাহ ওয়ারিয়র্স। ডেজার্ট ভাইপার্সের হয়ে ডেভিড পেইন নেন ৩টি উইকেট। নাসিম শাহ, নুর আহমদ ও খুজাইমা তানভির নেন ২টি করে উইকেট।



ছোট লক্ষ্য তাড়ায় শুরুতেই আঘাত হানেন তাসকিন আহমেদ। দ্বিতীয় ওভারেই ফখর জামানকে ফিরিয়ে দেন তিনি। এরপর দলীয় ২০ রানে হাসান নেওয়াজকেও সাজঘরে পাঠান এই বাংলাদেশি পেসার। ৪ ওভারে মাত্র ২০ রান দিয়ে ২ উইকেট তুলে নিয়ে শারজাহকে ম্যাচে ফেরানোর চেষ্টা করেন তাসকিন।

তবে সংগ্রহ এতটাই কম ছিল যে অন্য বোলারদের চেষ্টাও কাজে লাগেনি। একপর্যায়ে ৮৮ রানে ৬ উইকেট হারালেও জিততে খুব বেশি অপেক্ষা করতে হয়নি ডেজার্ট ভাইপার্সকে। ১৩.৫ ওভারে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় তারা।

ডেজার্টের হয়ে অধিনায়ক স্যাম কারান সর্বোচ্চ ৩৭ রান করেন। শারজাহর বোলিংয়ে তাসকিনের সঙ্গে একটি করে উইকেট নেন সিকান্দার রাজা, আদিল রশিদ, ডোয়াইন প্রিটোরিয়াস ও হারমিত সিং। এই হারের মধ্য দিয়ে পয়েন্ট টেবিলের তলানিতেই থাকতে হচ্ছে শারজাহকে।

ক্রিফোস্পোর্টস/২১ডিসেম্বর২৫/টিএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট