Connect with us
ক্রিকেট

বিপিএলের টিকিটের মূল্য প্রকাশ, পাওয়া যাবে ঘরে বসেই

BPL Trophy
২৬ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে বিপিএল। ছবি- বিসিবি

দরজায় কড়া নাড়ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসর। আর মাত্র ৬ দিন পরেই শুরু হবে ব্যাটে-বলের লড়াই। তার আগে সিলেট পর্বের ম্যাচের সব ধরনের টিকিটের দাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে হতে যাওয়া ম্যাচগুলোর সর্বনিম্ন টিকিটের দাম ধরা হয়েছে ২০০ টাক। শহীদ তুরাব স্ট্যান্ড ও গ্রিন গ্যালারিতে বসে খেলা দেখতে চাইলে ২০০ টাকা গুনতে হবে দর্শকদের। ২৫০ টাকা ধরা হয়েছে শহীদ আবু সাঈদ স্ট্যান্ড গ্যালারির টিকিটের মূল্য।

সিলেটের গ্যালারির সবচেয়ে দামি অংশ গ্র‍্যান্ড স্ট্যান্ড।গ্র্যান্ড স্ট্যান্ডের আপার ওয়েস্ট, আপার ইস্ট, লোয়ার ওয়েস্ট ও লোয়ার ইস্ট জোনে বসে খেলা দেখতে হলে ২ হাজার টাকা গুনতে হবে দর্শকদের। এছাড়া ক্লাব হাউজ আপার জোন ৫০০ টাকা ও ক্লাব হাউজ জিরো ওয়েস্ট জোনে বসে খেলা দেখতে চাইলে ৬০০ টাকা খরচ করতে হবে দর্শকদের।



আগামীকাল রোববার (২১ ডিসেম্বর) সিলেট পর্বের টিকিট বিক্রি শুরু হবে। এবার টিকিটের জন্য লাইনে দাঁড়িয়ে ভুগতে হবে না দর্শকদের। ঘরে বসে অনলাইনেই পাওয়া যাবে টিকিট।

টিকিট পাওয়া যাবে বিসিবির www.gobcbticket.com.bd ওয়েবসাইটে। এছাড়া বিসিবির GoBCBTicket অ্যাপেও কাটা যাবে টিকিট। আগামীকাল বিকাল ৪টা থেকে টিকিট পাওয়া যাবে। তবে এবার অফলাইনে টিকিট কেনার সুযোগ নেই।

আগামী ২৬ ডিসেম্বর সিলেট পর্ব দিয়ে মাঠে গড়াবে বিপিএলের দ্বাদশ আসর। আসরের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক সিলেট টাইটান্সের মুখোমুখি হবে রাজশাহী ওয়ারিয়র্স। ২ জানুয়ারি পর্যন্ত চলবে সিলেট পর্বের খেলা। এই পর্বে মোট ১২টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

ক্রিফোস্পোর্টস/২০ডিসেম্বর২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট