ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির দাফন সম্পন্ন হওয়ার পর তার কবরের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে স্রষ্টাকে স্মরণ করে আবেগপ্রবণ হয়েছেন পেসার আল আমিন হোসেন।
শনিবার (২০ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে হাদির কবরের ছবি প্রকাশ করে আল আমিন হোসেন কোরআনের একটি আয়াত উদ্ধৃত করেন।
সূরা ত্বা-হা’র ৫৫ নং আয়াত উদ্ধৃত করে স্ট্যাটাসে তিনি লেখেন, مِنْهَا خَلَقْنَاكُمْ وَفِيهَا نُعِيدُكُمْ وَمِنْهَا نُخْرِجُكُمْ تَارَةً أُخْرَىٰ
— ‘আমি তোমাদেরকে তা (মাটি) থেকেই সৃষ্টি করেছি, তাতেই তোমাদেরকে ফিরিয়ে নেব এবং সেখান থেকেই আবার তোমাদেরকে পুনরায় বের করব।’ (সূরা ত্বা-হা, আয়াত ৫৫)

উল্লেখ্য, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গত ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনে সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হন। পরে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার তিনি মারা যান। শনিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি চত্বরে তাকে দাফন করা হয়।
হাদি জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক ছিলেন। ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে তিনি রাজনৈতিক ও সাংস্কৃতিক আন্দোলন ‘ইনকিলাব মঞ্চ’ গড়ে তোলেন এবং ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছিলেন।
তার মৃত্যুতে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
ক্রিফোস্পোর্টস/২০ডিসেম্বর২৫/এনজি
