Connect with us
ক্রিকেট

মুস্তাফিজের ২ উইকেট, তাসকিনদের বিপক্ষে বড় জয় পেল দুবাই

Dubai Capitals
তাসকিনদের ৬৩ রানে হারিয়েছে মুস্তাফিজরা। ছবি- সংগৃহীত

আইএল টি-টোয়েন্টিতে দেখা গেল একটুকরো বাংলাদেশের লড়াই। তাসকিনদের শারজাহ ওয়ারিয়র্সের মুখোমুখি হয় মুস্তাফিজদের দুবাই ক্যাপিটালস। এই ম্যাচে তাসকিনদের উড়িয়ে দিল মুস্তাফিজরা। ৬৩ রানে বিশাল ব্যবধানে জয় পেয়েছে দুবাই ক্যাপিটালস।

শুক্রবার (১৯ ডিসেম্বর) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেনে ১৮৬ রানের বড় পুঁজি পায় দুবাই ক্যাপিটালস। জবাবে ব্যাট করতে নেমে ১১৭ রানেই গুটিয়ে যায় শারজাহ ওয়ারিয়র্স।

এদিন রানতাড়ায় নেমে শুরুতেই বিপাকে পড়ে শারজাহ। মুস্তাফিজুর রহমানের শিকার হয়ে দলীয় ১২ রানের মাথায় বিদায় নেন জনসন চার্লস (৪)। এরপর হারদার আলীর স্পিন সামলাতে হিমশম খায় শারজাহ। একে একে উইকেট দিয়ে ফেরেন টম কোহকার-ক্যাডমোর (১৫) ও টম অ্যাবেল (১৫। তাতে পাওয়ারপ্লেতেই ৩ উইকেট হারায় শারজাহ।



Mustafizur Rahman

বল হাতে দুবাইকে দুর্দান্ত শুরু এনে দেন মুস্তাফিজুর রহমান। ছবি- দুবাই ক্যাপিটালস

মিডল অর্ডারে আশা জাগিয়েছিলেন সিকান্দার রাজা ও জেমস রিউ। তবে এই জুটিতে ৩৯ রান যোগ করার পর বিদায় নেন রাজা। ১৪ বলে ২১ রানের ইনিংস খেলেন এই তারকা। পরবর্তীতে আর ব্যাট হাতে দাঁড়াতে পারেননি কেউ। ওয়াকার সালামখেইল ও মোহাম্মদ নবীদের স্পিন তোপে গুড়িয়ে যায় শারজাহর ব্যাটিং লাইন। ১৬তম ওভারে মুস্তাফিজ দ্বিতীয় ওভার করতে এসে আরেকটি উইকেটের দেখা পান।

দুবাইয়ের হয়ে ৪ ওভারে ২২ রান দিয়ে ৩টি উইকেট নেন সালামখেইল। ৪ ওভারে ২৩ রান দিয়ে সমান ৩ টি উইকেট নেম মোহাম্মদ নবি। মুস্তাফিজ ২ ওভার বোলিং করে ১৩ রান দিয়ে ২টি উইকেট নেন। এছাড়া হায়দার আলী নিয়েছেন ২ উইকেট।

এর আগে ব্যাটিংয়ে নেমে দুবাইয়ের পক্ষে সর্বোচ্চ ৬৬ রানের ইনিংস খেলেন সেদিকুল্লাহ অতল। ৪৪ বলে ২ চার ও ৩ ছক্কায় ইনিংসটি সাজান এই আফগান ওপেনার। আরেক আফগান তারকা মোহাম্মদ নবি ইম্প্যাক্ট খেলোয়াড় হিসেবে নেমে দুর্দান্ত ক্যামিও খেলেন। ১৯ বলে ৩ চার ও ৩ ছক্কায় ৩৮ রান করেন এই তারকা। এছাড়া জর্ডান কক্স ১৯ বলে ২৮ এবং লুয়েস ডু প্লুয় ১৪ বলে ১৮ রান করেন।

Taskin Ahmed

শারজারহর হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট তুলে নেন তাসকিন আহমেদ। ছবি- শারজাহ ওয়ারিয়র্স

শারজাহর হয়ে বল হাতে দারুণ করেন তাসকিন। কিছুটা খরুচে হলেও পেয়েছেন ৩টি গুরুত্বপূর্ণ উইকেট। ৪ ওভারে ৪০ রান দিয়ে সেদিকুল্লাহ অতল, জর্ডান কক্স ও দাসুন শানাকার উইকেট তুলে নেন এই টাইগার পেসার। এছাড়া একটি করে উইকেট নেন সিকান্দার রাজা, মাতিশা পাথিরানা ও আদিল রশিদ।

সংক্ষিপ্ত স্কোর : 

দুবাই ক্যাপিটালস : ১৮০/৬ (২০ ওভার)

শারজাহ ওয়ারিয়র্স : ১১৭/১০ (১৭ ওভার)

ফলাফল : দুবাই ক্যাপিটালস ৬৩ রানে জয়ী

ক্রিফোস্পোর্টস/২০ডিসেম্বর২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট