Connect with us
ক্রিকেট

বিপিএলে আম্পায়ারের দায়িত্বে ১০ জন, বিদেশি ২

Ten umpires appointed for the BPL, including two foreigners.
ইউসুফ ইয়াকুব ও শরফুদ্দৌলা সৈকত। ছবি- সংগৃহীত

দরজায় কড়া নাড়ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নতুন আসর। আর এক সপ্তাহ পরেই মাঠে গড়াবে বিপিএলের দ্বাদশ আসর। এই টুর্নামেন্টকে সামনে রেখে আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) ম্যাচ অফিশিয়ালদের তালিকা ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এবারের বিপিএলে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন ১০ জন। এর মধ্যে ৮ জন দেশি ও ২ জন বিদেশি। এছাড়া ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন ৪ জন।

বিপিএলে দেশি আম্পায়ার হিসেবে আছেন আইসিসির এলিট প্যানেলে থাকা বাংলাদেশের একমাত্র আম্পায়ার শরফউদ্দৌলা ইবনে শহীদ সৈকত। সম্প্রতি আম্পায়ার হিসেবে ইতিহাস গড়েন তিনি। প্রথম বাংলাদেশি হিসেবে অ্যাশেজে আম্পায়ারের গুরুদায়িত্ব পালন করেন সৈকত। এবার বিপিএলে দায়িত্ব পালন করবেন তিনি।



বাংলাদেশের বাকি আম্পায়ারদের মধ্যে রয়েছে মাসুদুর রহমান মুকুল, তানভীর আহমেদের মতো অভিজ্ঞরা। বিদেশিদের মধ্যে আম্পায়ারের গুরুদায়িত্ব পালন করবেন পাকিস্তানের আসিফ ইয়াকুব এবং শ্রীলঙ্কার রুচিরা পল্লীগুরুরুগে।

ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন অস্ট্রেলিয়ার সাইমন টাফেল। এছাড়া আক্তার আহমেদ শিপার, নিয়ামুর রশিদ রাহুল, সেলিম সাহেদরাও এই দায়িত্বে থাকবেন। তবে এবার দায়িত্বে দেখা যাবে না এহসানুল হক সেজানকে। জানুয়ারির মাঝামাঝিতে শুরু হতে যাওয়া অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দায়িত্ব পালন করবেন তিনি। যে কারণে এবারের বিপিএলে দায়িত্বে দেখা যাবে না তাকে।

আগামী ২৬ ডিসেম্বর মাঠে গড়াবে বিপিএলের দ্বাদশ আসর। সিলেট পর্ব দিয়ে পর্দা উঠবে এবারের বিপিএলের। আসরের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক সিলেট টাইটান্সের মুখোমুখি হবে রাজশাহী ওয়ারিয়র্স।

ক্রিফোস্পোর্টস/১৯ডিসেম্বর২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট