১০-১২ বছরের লোলা— ছোট্ট একটি কাগজে লেখা ইচ্ছের কথা একদিন সত্যি হবে তা কখনো ভাবতে পারেনি। পরিবারের সঙ্গে লেস্টার সিটি শপে গিয়ে একটি চিরকুটে লোলা লিখেছিলো; প্রিয় ফুটবলার হামজা চৌধুরীর সঙ্গে দেখা করার ইচ্ছা।
হামজা চৌধুরী লোলার কাছে শুধু একজন ফুটবলারই নন, তিনি এক রাশ অনুপ্রেরণা ও আদর্শ। ক্লাব কর্তৃপক্ষ সেই স্বপ্ন পূরণ করে লোলার বাড়িতে হঠাৎ হাজির করেন হামজাকে। প্রিয় ফুটবলারকে এতো কাছ থেকে দেখার মুহূর্তে লোলা বিস্ময়ে থমকে যান।
লেস্টার সিটি তাদের ফেসবুক পেজে একটি ভিডিও প্রকাশ করেছে, এতে পুরো ঘটনা তুলে ধরা হয়েছে। হামজা লোলাকে জার্সি উপহার দেন এবং সেই জার্সিতে অটোগ্রাফও দেন।
ভিডিওতে লোলা বলেন, আমি হামজার খেলা দেখেছি। সে খুবই সম্মানিত। আমি সত্যিই তাকে পছন্দ করি- বিশেষ করে তার চুল।
হামজা মজা করে প্রশ্ন করেন, যদি আমি চুল কেটে ফেলি, তবে কি তুমি আমাকে পছন্দ করা বন্ধ করবে?
লোলার উত্তর ছিল, কখনোই না। তখনও তুমি আমার ফেভারিট থাকবে।
জার্সি উপহার দেওয়ার সময় হামজা জানতে চান, চাও আমি এতে বিশেষ কিছু লিখি?
লোলা বলেন, তোমার নামটাই স্পেশাল। ওটাই লিখে দাও। পরে বড়দিন উপলক্ষ্যে বাড়তি কিছু লেখার বিষয়ে সম্মতি দেন লোলা।
ক্রিফোস্পোর্টস/১৯ডিসেম্বর২৫/এসএ

