Connect with us
ক্রিকেট

তামিমের থেকে ব্যাটিং পরামর্শ নিলেন শান্ত

Shanto seeks batting advice from Tamim.
তামিম ইকবাল ও নাজমুল হোসেন শান্ত। ছবি- সংগৃহীত

ব্যাটিং নিয়ে অনেকদিন ধরেই ভুগছেন নাজমুল হোসেন শান্ত। সাম্প্রতিক সময়ে লাল বলে তার ব্যাটিং পারফরম্যান্স সন্তোষজনক হলেও সাদা বলে ভুগছেন তিনি। বিশেষ করে টি-টোয়েন্টিতে তার পারফরম্যান্স প্রত্যাশামাফিক নয়। যে কারণে অনেকদিন ধরেই টি-টোয়েন্টি দলের বাইরে আছেন এই বাঁহাতি ব্যাটার।

ব্যাটিং সমস্যা কাটাতে এবার দেশসেরা ওপেনার তামিম ইকবালের দ্বারস্থ হলেন শান্ত। আজ (বুধবার) মিরপুরে তামিমের কাছ থেকে ব্যাটিং পরামর্শ নিয়েছেন তিনি এবং তার সমস্যার সমাধানও পেয়েছেন।

এ নিয়ে শান্ত নিজের অফিশিয়াল ফেসবুক অ্যাকাউন্টে তামিমের সঙ্গে নেট সেশনের একটি ছবি শেয়ার করেছেন। দেশসেরা এই ওপেনারকে ধন্যবাদ জানিয়ে শান্ত লিখেছেন, ‘তামিম ভাইয়ের সঙ্গে দারুণ একটি সেশন হলো। অনেক ধন্যবাদ ভাই আপনার মূল্যবান সময়, দিকনির্দেশনা ও অসাধারণ সহযোগিতার জন্য।’



মূলত আর সপ্তাহখানেক পরেই মাঠে গড়াতে যাচ্ছে বিপিএল। এবারের বিপিএল দিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ফেরার লক্ষ্য শান্তর। তাই এখন থেকেই নিজেকে প্রস্তুত করছেন তিনি। নিজের ব্যাটিং সমস্যা দূর করতে দারস্থ হয়েছেন তামিমের।

এ প্রসঙ্গে ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে শান্ত বলেন, ‘তামিম ভাইয়ের সঙ্গে আজকের সেশনটি দারুণ ছিল। তবে আমার কাজ করার বিষয়টি গোপনই থাক। গত এক বছর ধরে আমি একটি সমস্যায় ভুগছিলাম। অনেক জায়গায় সমাধান খুঁজেও পাচ্ছিলাম না। এরপর তামিম ভাইয়ের কথা মাথায় আসলো। তিনি দীর্ঘদিন এ ধরণের পরিস্থিতি সফলভাবে সামলেছেন।’

‘এরপর সোহেল স্যারের অনুমতি নিয়ে তামিম ভাইকে ফোন করি। তিনি খুশি মনে আমাকে সময় দিতে রাজি হয়েছেন। আমার মনে হয়, আমি যে সমস্যার সমাধান খুঁজছিলাম, সেটা তামিম ভাইয়ের কাছে পেয়েছি। এবার সেটা মাঠে প্রয়োগ করতে চাই।’

আগামী ২৬ ডিসেম্বর থেকে শুরু হবে বিপিএল। এবারের আসরে রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে খেলবেন শান্ত। এমনকি রাজশাহীর অধিনায়কের দায়িত্বে দেখা যেতে পারে তাকে। আসরের উদ্বোধনী ম্যাচে সিলেট টাইটান্সের মুখোমুখি হবে রাজশাহী ওয়ারিয়র্স।

ক্রিফোস্পোর্টস/১৭ডিসেম্বর২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট