আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে দল পেয়েছেন মুস্তাফিজুর রহমান। রেকর্ডগড়ে বিশ্বের অন্যতম জনপ্রিয় এই ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে এবার জায়গা করে নিয়েছেন তিনি। তবে দল পেলেও প্রতিবারই অনাপত্তিপত্র (এনওসি) পাওয়া নিয়ে শঙ্কায় পড়তে হয় তাকে। এবারও তার আইপিএল খেলা নিয়ে একই শঙ্কা রয়েছে।
মূলত আইপিএল চলাকালীন আন্তর্জাতিক সিরিজ রয়েছে বাংলাদেশের। এ কারণে এই টাইগার তারকার এনওসি পাওয়া নিয়ে শঙ্কা আছে। তাই মুস্তাফিজ দল পাওয়ার পর এখন আলোচনায় এনওসি পাওয়ার বিষয়টি। এবার এই ইস্যুতে কথা বলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
আজ বুধবার (১৭ ডিসেম্বর) নতুন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে বৈঠক করেন বুলবুল। বৈঠক শেষে মুস্তাফিজের এনওসি ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের সম্মুখীন হন বুলবুল। তবে এনওসি পাওয়ার বিষয়ে তিনি কোনো সিদ্ধান্ত জানাননি। এই বিষয়ে ক্রিকেট অপারেশন্স সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন তিনি।
বুলবুল বলেন, ‘বোর্ডের সভাপতি হিসেবে আমার ভূমিকাটা আলাদা। মুস্তাফিজ বাংলাদেশের জন্য খেলে। তার বিষয়টা দেখে ক্রিকেট অপারেশন্স। এই বিষয়ে তারাই আমার থেকে ভালো বলতে পারবে। তারপরও আমি বিষয়টি নিয়ে তাদের সঙ্গে আলোচনা করব।’
আইপিএল চলাকালীন বাংলাদেশের কোন কোন সিরিজ আছে, কোন কোন সিরিজ গুরুত্বপূর্ণ এগুলো বিবেচনায় রেখেই হয় মুস্তাফিজকে এনওসি দেওয়া হতে পারে। তবে এটা ক্রিকেট অপারেশন্সের সিদ্ধান্ত বলে জানান তিনি। বুলবুল বলেন, ’মুস্তাফিজের এটা তো গতকালই হলো (আইপিএলে দল পাওয়া)। আইপিএলের সময় বাংলাদেশের কোন কোন সিরিজ আছে, কোন সিরিজ বাংলাদেশের জন্য দরকার, কোনটাতে দরকার নেই সেটা বিবেচনা করবে ক্রিকেট অপারেশন্স।’
ভারতীয় সংবাদমাধ্যমের দাবি, আইপিএল মাঠে গড়াতে পারে আগামী মার্চের শেষদিকে এবং শেষ হবে মে মাসের শেষদিকে। আইসিসির ভবিষ্যৎ সফর পরিকল্পনা (এফটিপি) অনুযায়ী, এই সময়কালে পাকিস্তান এবং নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজ খেলবে বাংলাদেশ। তবে পিএসএলের কারণে পিছিয়ে যেতে পারে বাংলাদেশ পাকিস্তান সিরিজের সূচি। তবে শেষ পর্যন্ত কি হয় সেটাই দেখার বিষয়।
ক্রিফোস্পোর্টস/১৭ডিসেম্বর২৫/বিটি
