Connect with us
ক্রিকেট

শ্রীলঙ্কার বিপক্ষে উড়ন্ত সূচনার পরেও ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

Bd vs SL
টসের সময় দুই দলের অধিনায়ক। ছবি: সংগৃহীত

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে গ্রুপে নিজেদের শেষ ম্যাচে পয়েন্ট টেবিলের শীর্ষ স্থান ধরে রাখার লড়াইয়ে মাঠে নেমেছে বাংলাদেশ আর শ্রীলঙ্কা। ব্যাটিংয়ে নেমেই ওপেনিং-এ উড়ন্ত সূচনা পায় বাংলাদেশ। জাওয়াদ আবরার ও রিফাত বেগের ঝড়ো ব্যাটিংয়ে দুর্দান্ত শুরু করে বাংলাদেশ। কিন্তু দুজন আউট হওয়ার পরেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। শ্রীলঙ্কার দুর্দান্ত বোলিংয়ে ২২৫ রানেই অলআউট হয়ে যায় টাইগাররা। 

এর আগে দুবাইয়ে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা।  বাংলাদেশকে আগে ব্যাটিং করার জন্য পাঠায়।

ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা করে বাংলাদেশের দুই ওপেনার জাওয়াদ আবরার ও রিফাত বেগ। দুজনের ৭২ বলে ৮৪ রানের অনবদ্য পার্টনারশিপে কঠিন ভিত তৈরি করে বাংলাদেশ। আবরার টি-টোয়েন্টি স্টাইলে ৩৬ বলে ৪৯ রান করে আউট হয়ে সাজঘরে ফেরেন। অন্যদিলে রিফাত বেগ ৪৮ বলে ৩৬ রান করেন। এরপর ব্যাটিংয়ে নামেন অধিনায়ক তামিম ও কালাম সিদ্দিকী। দুজনের ৫৩ রানের জুটিতে বড় সংগ্রহের দিকে এগোচ্ছিল বাংলাদেশ। কিন্তু হঠাৎ করেই ছন্দপতন হয় টাইগারদের। ব্যক্তিগত ২৯ ও ৩২ রানে আউট হয়ে সাজঘরে ফেরেন তামিম ও কালাম। এরপরেই বাংলাদেশের ব্যাটিংয়ে বিপর্যয় নেমে আসে। ১৫৬/২ থেকে ১৯১/৮ অর্থাৎ ৩৫ রানেই ৬ উইকেট হারিয়ে ব্যাটিংয়ে বড় ধাক্কা খায় বাংলাদেশ।



এদিকে শ্রীলঙ্কার হয়ে দুর্দান্ত বোলিং করেন কাভিজা গ্যামেজ। ১০ ওভারে ৩৮ রান খরচায় তিনি একাই নেন ৪ উইকেট। এছাড়া নিমসারা ও চামুদিথা দুটি করে উইকেট নেন। অবশেষে ৪৬ ওভার ৩ বলেই ২২৫ রান সংগ্রহ করে অলআউট হয়ে যায় বাংলাদেশ।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ একাদশ:
জাওয়াদ আবরার, রিফাত বেগ, আজিজুল হাকিম (ক্যাপ্টেন),সামিউন বাসির,রিজান হোসেন, ফারিদ হাসান, কালাম সিদ্দিকী, শাহরিয়া আল-আমিন, ইকবাল হোসেন ইমন, শাহরিয়ার আহমেদ, সাদ ইসলাম

শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ একাদশ:
ভিমাথ দিনসারা (ক্যাপ্টেন), কাভিজা গামাগে, চামিকা হিনাটিগালা, ভিরান চামুদিথা, ডুলনিথ সিগেরা, ডিমান্থ মহাবিথানা, আধাম হিলমি, কিথমা উইথানাপাথিরানা, রাসিথ নিমসারা, থারুশা নাভোদ্যা, সেথমিকা সেনেভিরতনে

উল্লেখ্য, এই ম্যাচে জয়-পরাজয়ের উপর নির্ভর করবে সেমিফাইনালে কারা হবে বাংলাদেশের প্রতিপক্ষ।

ক্রিফোস্পোর্টস/১৭ডিসেম্বর২৫/টিএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট