আইপিএলের মিনি নিলাম থেকে বাংলাদেশের ক্রিকেটে এসেছে বড় সুখবর। ৯ কোটি ২০ লাখ রুপিতে মুস্তাফিজুর রহমানকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। আইপিএলের নিলামে বাংলাদেশি কোনো ক্রিকেটার এর আগে কখনো এত দামে বিক্রি হননি। এই খবরের আনন্দ ছড়িয়েছে জাতীয় দলের ড্রেসিংরুম থেকে শুরু করে দেশের ক্রিকেট অঙ্গনে।
মুস্তাফিজের ছড়া দামে বিক্রি হওয়ার খবর শুনে রসিকতাও করতে ছাড়েননি বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বিজয় দিবস উপলক্ষে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) আয়োজিত প্রীতি ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মুস্তাফিজের নিলামের খবর জানানো হলে শান্ত হাসতে হাসতে বলেন, এমন খুশির খবরে তিনি ‘ট্রিট’ চাইবেন ফিজের কাছ থেকে।
মঙ্গলবার মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন অদম্য একাদশের কাছে হেরেছে শান্তর অপরাজেয় একাদশ। ম্যাচের পর সংবাদ সম্মেলনের পরিবেশ ছিল বেশ উৎসবমুখর। ঠিক সেই সময়ই আবুধাবিতে চলা আইপিএল মিনি নিলামের আপডেট পান শান্ত।সাংবাদিকেরা মুস্তাফিজের দাম জানালে তিনি বলেন,‘শুনলাম। খুবই খুশি। দাম কত জানি না।’ দাম জানার পর বলেন, ‘ভাই, এটা খুবই খুশির খবর। আমার মনে হয় আপনাদের উচিত এটা যত ভালোভাবে উপস্থাপন করা যায় মানুষের সামনে।’
এ সময় সাংবাদিকদের এক প্রশ্নে ট্রিট প্রসঙ্গে শান্ত রসিকতার সুরে বলেন, ‘চেষ্টা করব নেওয়ার। করাবে না মনে হয়। তবুও দেখি নেওয়া যায় কি না।’
এদিকে, মুস্তাফিজকে দলে নেওয়ার পর নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিওবার্তাও প্রকাশ করেছে কলকাতা নাইট রাইডার্স। সেখানে বাঁহাতি এই পেসার বলেন, ‘হাই কেকেআর ভক্তরা। আমি মুস্তাফিজুর রহমান। কেকেআরের অংশ হতে পেরে আমি খুবই খুশি, আনন্দিত। দেখা হবে শিগগিরই।’
এদিকে আইপিএলের চূড়ান্ত নিলাম তালিকায় নাম থাকলেও দল পাননি আরেক বাংলাদেশি পেসার নাহিদ রানা। মুস্তাফিজের দল পাওয়ার খবরে প্রতিক্রিয়া জানিয়ে তিনি বলেন, ‘যখন আমরা ব্যাটিং করছিলাম তখন শুনেছি, শুনে অনেক ভালো লাগছে।’ নিজের আইপিএলে খেলার ইচ্ছার কথাও জানান নাহিদ, ‘হ্যাঁ, খেলার ইচ্ছা আছে। দেখা যাক সামনে।’
ক্রিফোস্পোর্টস/১৭ডিসেম্বর২৫/টিএ
