Connect with us
ফুটবল

ফিফা দ্য বেস্ট: কে কোন পুরস্কার জিতলেন

Fifa the best
ফিফা দ্য বেস্ট পুরস্কার জিতলেন যারা। ছবি: সংগৃহীত

ফুটবলের বর্ষসেরা পারফরমারদের স্বীকৃতি দিতে কাতারের দোহায় বসেছিল ফিফা দ্য বেস্ট অ্যাওয়ার্ডসের মঞ্চ। মঙ্গলবারের সেই জমকালো আয়োজনে বছরের সেরা পুরস্কারগুলো তুলে দেওয়া হয় নারী ও পুরুষ ফুটবলের সেরা তারকাদের হাতে। এবারের মূল আকর্ষণ ছিল বর্ষসেরা ফুটবলারের পুরস্কার, যেখানে পুরুষ বিভাগে জিতেছেন ফ্রান্সের উসমান দেম্বেলে এবং নারী বিভাগে জিতেছেন স্পেনের আইতানা বোনমাতি।

নারী ফুটবলে ইতিহাস গড়েছেন বোনমাতি। প্রথম নারী খেলোয়াড় হিসেবে টানা তৃতীয়বার ফিফার বর্ষসেরা ফুটবলারের স্বীকৃতি পেলেন তিনি। অন্যদিকে ব্যালন ডি’অর পুরস্কার জেতার পর ফিফা দ্য বেস্ট জিতে ব্যক্তিগত অর্জনের তালিকায় আরও একটি বড় পুরস্কার যোগ করলেন দেম্বেলে।

বর্ষসেরা ফুটবলার ছাড়াও আরও একাধিক ক্যাটাগরিতে পুরস্কার ঘোষণা করেছে ফিফা। গোলরক্ষক, কোচ, গোল অব দ্য ইয়ার থেকে ফ্যান অ্যাওয়ার্ড সব মিলিয়ে বিভিন্ন ক্ষেত্রে সেরা পারফরম্যান্সের স্বীকৃতি দেওয়া হয় এদিন।



এক নজরে এবারের ফিফা দ্য বেস্ট অ্যাওয়ার্ডের বিজয়ীরা

বর্ষসেরা নারী ফুটবলার: আইতানা বোনমাতি
বর্ষসেরা পুরুষ ফুটবলার: উসমান দেম্বেলে

বর্ষসেরা নারী গোলকিপার:হান্না হ্যাম্পটন
বর্ষসেরা পুরুষ গোলকিপার: জিয়ানলুইজি দোনারুমা
বর্ষসেরা নারী কোচ: সারিনা ভিয়েগমান
বর্ষসেরা পুরুষ কোচ:লুইস এনরিকে

মার্তা অ্যাওয়ার্ড (নারী বর্ষসেরা গোল): লিজবেথ ওভালে
পুসকাস অ্যাওয়ার্ড (পুরুষ বর্ষসেরা গোল): সান্তিয়াগো মন্তিয়েল

ফিফা ফ্যান অ্যাওয়ার্ড: জাখো এসসির সমর্থকরা
ফিফা ফেয়ার প্লে অ্যাওয়ার্ড: ড. হারলাস নিউকিং ও এসএসভি জান রেগেনসবার্গ

বর্ষসেরা পুরুষ দল:
গোলকিপার: জিয়ানলুইজি দোনারুমা
ডিফেন্ডার: আশরাফ হাকিমি, উইলিয়ান পাচো, ভার্জিল ফন ডাইক, নুনো মেন্ডেস
মিডফিল্ডার: কোল পালমার, ভিতিনহা, পেদ্রি, জুড বেলিংহাম
ফরোয়ার্ড: উসমান দেম্বেলে, লামিনে ইয়ামাল

বর্ষসেরা নারী দল:
গোলকিপার: হান্না হ্যাম্পটন
ডিফেন্ডার: ওনা বাতলে, আইরিন পারেদেস, লিয়া উইলিয়ামসন, লুসি ব্রোঞ্জ
মিডফিল্ডার: ক্লাউদিয়া পিনা, পাত্রি গুইজারো, আইতানা বোনমাতি
ফরোয়ার্ড: অ্যালেক্সিয়া পুতেলাস, আলেসিয়া রুসো, মারিওনা কালদেনতি

উল্লেখ্য, ফুটবলারদের বিগত এক বছরের পারফরম্যান্স এর উপর ভিত্তি করে দেওয়া ফিফা ফ্য বেস্ট পুরস্কার।

ক্রিফোস্পোর্টস/১৭ডিসেম্বর২৫/টিএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল