Connect with us
ক্রিকেট

বিজয় দিবস প্রদর্শনী ম্যাচে নান্নুদের হারালেন বুলবুলরা

শহীদ মুশতাক একাদশের সহজ জয়। ছবি: সংগৃহীত

বিজয় দিবস উপলক্ষে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রদর্শনী ম্যাচে জয়ের হাসি হাসল শহীদ মুশতাক একাদশ। সাবেক ক্রিকেটারদের অংশগ্রহণে আয়োজিত এই ম্যাচে শহীদ জুয়েল একাদশকে ৩৮ রানে হারিয়েছে বুলবুলদের দল।

এদিকে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় শহীদ মুশতাক একাদশ। নির্ধারিত ১৫ ওভারে তারা ৬ উইকেট হারিয়ে তোলে ১৩৮ রান। বড় কোনো ব্যক্তিগত ইনিংস না এলেও মাঝের ও শেষের ওভারে দ্রুত রান তুলে কয়েকজন ব্যাটার।

দলের হয়ে সর্বোচ্চ ৪৬ রান করেন নাদিফ চৌধুরী। ২৬ বলের ইনিংসে আক্রমণাত্মক ব্যাটিং করেন তিনি। শেষ দিকে তুষার ইমরান ২৭ বলে অপরাজিত ৪২ রান করে দলকে শক্ত অবস্থানে পৌঁছে দেন। এছাড়া অন্য ব্যাটাররা বড় ইনিংস খেলতে না পারলেও প্রয়োজনীয় অবদান রাখেন।



শহীদ জুয়েল একাদশের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন আবদুর রাজ্জাক। তিনি তিনটি উইকেট নেন। আনোয়ার হোসাইন ও তারেক আজিজ খান নেন একটি করে উইকেট।

১৩৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় জুয়েল একাদশ। ওপেনার জাভেদ ওমর বেলিম মাত্র ৩ রান করে ফিরে যান। এক প্রান্ত আগলে রেখে লড়াই চালিয়ে যান শাহরিয়ার নাফীস, তবে অন্য প্রান্তে কেউ বেশিক্ষণ থাকতে পারেনি।

হারুনুর রশিদ ১৬ বলে ৮ রান করে ফিরলেও আবদুর রাজ্জাক ৬ বলে ১৩ রানের দ্রুত ইনিংস খেলেন। নাফীস ৩৩ বলে ৩৬ রান করে আউট হলে জয়ের আশা অনেকটাই শেষ হয়ে যায়।

শেষ দিকে মিনহাজুল আবেদীন নান্নু ৮ বলে ২ রান করে অপরাজিত থাকেন। তালহা জুবায়ের ১৯ বলে ২৬ রান করে শেষ পর্যন্ত লড়াই চালালেও তা যথেষ্ট ছিল না। নির্ধারিত ওভারে ৪ উইকেট হারিয়ে জুয়েল একাদশের সংগ্রহ দাঁড়ায় ১০০ রান।

মুশতাক একাদশের হয়ে বল হাতে সমান অবদান রাখেন সবাই। মোহাম্মদ রফিক, হাসিবুল হোসেন শান্ত, মোহাম্মদ আশরাফুল ও তুষার ইমরান নেন একটি করে উইকেট।

ক্রিফোস্পোর্টস/১৬ডিসেম্বর২৫/টিএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট